কলকাতা, 24 সেপ্টেম্বর:ফের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য, সহ-উপাচার্যদের ডেকে পাঠালেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। রবিবার বিকেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজভবনে বৈঠক করবেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামো থেকে আর্থিক এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সি ভি আনন্দ বোস উপাচার্যদের থেকে বিস্তারিত জানতে চাইবেন বলে জানা গিয়েছে। কোনও বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনও সমস্যা থাকলে সেই সমস্যা সমাধানে কী করণীয় বা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া উচিত, ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।
কারণ আগামী এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সেভাবে যোগাযোগ থাকবে না রাজ্যপালের। কারণ, এদিন কলকাতা ছেড়ে দিল্লি যাবেন রাজ্যপাল আনন্দ বোস। সূত্রের দাবি, আগামী 27 তারিখ আমেরিকায় যাচ্ছেন রাজ্যপাল। সে দেশের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। পরবর্তী মাসের দুই অথবা তিন তারিখ নাগাদ তিনি দেশে ফিরবেন বলে জানা গিয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে না না রকম সমস্যা বা প্রয়োজনীয়তা নিয়ে উপাচার্যরা কাদের সঙ্গে যোগাযোগ করবেন বা কীভাবে জটিল পরিস্থিতির মোকাবেলা করবেন সে বিষয়ে উভয় পক্ষের বৈঠক হবে বলেই জানা গিয়েছে।
Governor called Vice Chancellors: আমেরিকা উড়ে যাওয়ার আগে উপাচার্যদের ডেকে পাঠালেন রাজ্যপাল - বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য
আমেরিকা উড়ে যাওয়ার আগে ফের উপাচার্যদের ডেকে পাঠালেন রাজ্যপাল ৷ আগামী এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সেভাবে যোগাযোগ থাকবে না রাজ্যপালের। কারণ, এদিন কলকাতা ছেড়ে দিল্লি যাবেন রাজ্যপাল আনন্দ বোস। সূত্রের দাবি, আগামী 27 তারিখ আমেরিকায় যাচ্ছেন রাজ্যপাল। সে দেশের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
Published : Sep 24, 2023, 4:47 PM IST
|Updated : Sep 24, 2023, 5:21 PM IST
আরও পড়ুন: এশিয়াডের শুরুতেই দাপট ভারতীয়দের, বাংলার মেহুলি-সহ পদকজয়ীদের অভিনন্দন মমতার
তবে, উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য এবং রাজ্যপাল যে সংঘাত চলছে সেই আবহাওয়া আবারও উপাচার্যদের ডাকা নিয়ে অভিজ্ঞ মহলে গুঞ্জন শুরু হয়েছে। কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। কীভাবে সার্চ কমিটি গঠন হবে এবং তারা থাকবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে শীর্ষ আদালত। তারই ভিত্তিতে রাজ্যপাল কীভাবে এগোচ্ছেন সে বিষয়েও আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। যদিও রাজ্যপাল গত শুক্রবার জানান আদালতের নির্দেশ মেনে সার্চ কমিটি গঠনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তিনি একটি তালিকা প্রস্তুত করেছেন বলেও দাবি করেন। কিন্তু সেই তালিকায় কারা আছেন ? তারা কি আদৌ এ রাজ্যের নাকি ভিন রাজ্যের তা নিয়েও চর্চা চলছে।