কলকাতা, 31 জুলাই:আগামী দিনে উত্তরবঙ্গের হাসিমারা ও দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে বিমানবন্দর গড়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের ৷ সোমবার বিধানসভায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিমানবন্দর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন বালুরঘাটে বিমানবন্দর তৈরির কাজ শেষ ৷
এদিন মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর এক প্রশ্নের উত্তরে বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মালদায় বিমানবন্দর তৈরির কাজও শেষ ৷ কবে থেকে এই বিমানবন্দর দিয়ে বিমান পরিষেবা শুরু হবে, সেই প্রশ্নে পালটা বিজেপি বিধায়কদের উদ্যোগী হওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি বলেন,"আপনারা দিল্লি থেকে ছাড়পত্র আসার বিষয়টা দেখুন, যাতে তাড়াতাড়ি হয় ৷ সিঙ্গsল ইঞ্জিন না-করে ডবল ইঞ্জিনের বিমান চালানোর অনুমতি দিক । কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (সিভিল অ্যাভিয়েশন) সিদ্ধান্ত নিলেই চালু হয়ে যাবে । আমরা চেয়েছিলাম যাতে বড়ো প্লেন নামে । আকাশে কার ভাগ্যে কী আছে কেউ জানে না ৷ জীবনের দাম অনেক ৷ কেন্দ্রের উচিত ডবল ইঞ্জিন বিমান চলাচল যাতে শুরু করা যায় সে বিষয়ে উদ্যোগী হওয়া ৷ এর জন্য 300 একর জমি দেওয়া হয়েছে । তাড়াতাড়ি করলে উত্তরবঙ্গের মানুষদের সুবিধা হবে ।"