পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Govt Notice to Stop Strike: ডিএ-র দাবিতে কর্মবিরতি রুখতে সরকারের কড়া নির্দেশিকায় শুরু রাজনৈতিক তরজা - nabanna notice

বকেয়া ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতি (Strike on DA Demand) রুখতে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার (Govt Notice to Stop Strike)৷ এরপরই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

Kunal Ghosh and Dilip Ghosh ETV Bharat
কুণাল ও দিলীপ

By

Published : Feb 19, 2023, 5:35 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি:যৌথ মঞ্চের কর্মসূচি নিয়ে কড়া রাজ্য সরকার (Govt Notice to Stop Strike)। বকেয়া ডিএ নিয়ে আন্দোলন ঠেকাতে 20 এবং 21 ফেব্রুয়ারি কাজে যোগ দিতেই হবে সরকারি কর্মচারীদের । বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়ে দিল নবান্ন (Strike on DA Demand)। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কর্মবিরতিতে যোগ দিলে কর্মজীবন থেকে একদিন ছেদ করা হবে । একইসঙ্গে, শোকজের মুখে পড়তে হবে নিয়ম না মানা সরকারি কর্মচারীদের ।

নির্দেশিকা জারি নবান্নের: নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে নির্দিষ্ট কারণ ছাড়া কাজ বন্ধ করা যাবে না । আগামী 20 ও 21 ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক । যাঁরা 17 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে রয়েছেন, তাঁদেরকেও আগামী সোমবার কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

বেতন কাটা যাবে, ছেদ পড়বে কর্মজীবনে: এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যাঁরা ওই দুদিন কর্মবিরতিতে অংশ নেবেন তাঁদের চাকরি জীবনে 1 দিন ছেদ পড়বে এবং তাঁদের শো কজ করা হবে । পাশাপাশি তাঁদের এক দিনের বেতনও কেটে নেওয়া হবে । নির্দিষ্ট কারণ ছাড়া কাজ বন্ধ করা যাবে না । একমাত্র শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে কিংবা পরিবারের কোনও সদস‌্য মারা গেলে ছুটি মিলবে । তবে 17 ফেব্রুয়ারির আগে অনুমোদিত ছুটি এর আওতার বাইরে থাকবে ।

আরও পড়ুন:কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও 3% ডিএ দিয়েছি, ম্যাজিশিয়ানের মতো টাকা দিতে পারি না; বাঁকুড়ায় তোপ মমতার

সরকারের কড়িকড়ির সমালোচনা দিলীপের: এ দিকে, রবিবার 20 ও 21 ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের কর্মবিরতি নিয়ে সরকারেক কড়া অবস্থানের সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তাঁর দাবি, ন্যায্য অধিকারের দাবিতেই যাঁরা আন্দোলন করছেন, তাঁদেরকে ধমকি দিয়ে সরকার চলতে পারে না ।

তিনি আরও বলেন, "কর্মচারীদের অধিকার থেকে বঞ্চিত করবেন, আবার চোখও দেখাবেন, এ রকম কদিন চলতে পারে ! ওঁরা যখন অবস্থান বিক্ষোভ করছিলেন, তখন তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, কথা বলতেও রাজি হয়নি তাঁদের অধিকার নিয়ে । গায়ের জোরে, ডান্ডা দেখিয়ে কতদিন কাজ করানো সম্ভব ?"

পালটা জবাব কুণালের: এর পালটা জবাব অবশ্য দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি বলেন, বিজেপি নেতারা বড় বড় কথা না বলে দিল্লিকে বলুন রাজ্যের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে ।

ABOUT THE AUTHOR

...view details