কলকাতা, 19 ফেব্রুয়ারি:যৌথ মঞ্চের কর্মসূচি নিয়ে কড়া রাজ্য সরকার (Govt Notice to Stop Strike)। বকেয়া ডিএ নিয়ে আন্দোলন ঠেকাতে 20 এবং 21 ফেব্রুয়ারি কাজে যোগ দিতেই হবে সরকারি কর্মচারীদের । বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়ে দিল নবান্ন (Strike on DA Demand)। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কর্মবিরতিতে যোগ দিলে কর্মজীবন থেকে একদিন ছেদ করা হবে । একইসঙ্গে, শোকজের মুখে পড়তে হবে নিয়ম না মানা সরকারি কর্মচারীদের ।
নির্দেশিকা জারি নবান্নের: নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে নির্দিষ্ট কারণ ছাড়া কাজ বন্ধ করা যাবে না । আগামী 20 ও 21 ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক । যাঁরা 17 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে রয়েছেন, তাঁদেরকেও আগামী সোমবার কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।
বেতন কাটা যাবে, ছেদ পড়বে কর্মজীবনে: এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যাঁরা ওই দুদিন কর্মবিরতিতে অংশ নেবেন তাঁদের চাকরি জীবনে 1 দিন ছেদ পড়বে এবং তাঁদের শো কজ করা হবে । পাশাপাশি তাঁদের এক দিনের বেতনও কেটে নেওয়া হবে । নির্দিষ্ট কারণ ছাড়া কাজ বন্ধ করা যাবে না । একমাত্র শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে কিংবা পরিবারের কোনও সদস্য মারা গেলে ছুটি মিলবে । তবে 17 ফেব্রুয়ারির আগে অনুমোদিত ছুটি এর আওতার বাইরে থাকবে ।