হাওড়া, 2 অগস্ট:রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ সরকারি ছুটির তালিকায় যোগ হল আরও দুটি দিন ৷ অর্থাৎ এতদিন যে সরকারি ছুটির তালিকা ছিল, তাতেই আরও অতিরিক্ত দুটি দিন যোগ হল ৷ এবার থেকে সবেবরাত এবং করম পুজোতেও রাজ্য সরকারি ছুটি বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সমস্ত উৎসবকে সমান গুরুত্ব দিই ৷ ঈদেও সকলে ছুটি পান। এই রাজ্য কাউকে বঞ্চিত করে না। সকলে যদি বলেন 365 দিনই ছুটি, তা তো সম্ভব নয়। সেক্ষেত্রে কাজ কখন হবে ?" মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, সবেবরাত এবং করম পূজায় বিভাগীয় ছুটি ছিল এতদিন পর্যন্ত রাজ্যে ৷ এরপর তিনি বলেন, "এতদিন পর্যন্ত রাজ্যে সবেবরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে (অর্থাৎ নির্দিষ্ট এক শ্রেণির জন্য ছুটি) ছিল। কিন্তু, দীর্ঘদিন ধরেই এই দুই দিনে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করার দাবি উঠছিল। এবার থেকে এই দুই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল।" অর্থাৎ এই দুটি দিনে সমস্ত রাজ্য সরকারি কর্মীরাই ছুটি পেতে চলেছেন।