পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Govt Holiday Extended in WB: রাজ্যে আরও দু'দিন বাড়ল সরকারি ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর - সরকারি ছুটি

সরকারি কর্মচারিদের জন্য সুখবর ৷ রাজ্যে আরও বাড়ল দু'দিন ছুটি ৷ এবার থেকে সবেবরাত এবং করম পুজোতেও সম্পূর্ণ সরকারি ছুটি ৷ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্য়ায়

By

Published : Aug 2, 2023, 7:04 PM IST

Updated : Aug 2, 2023, 11:04 PM IST

হাওড়া, 2 অগস্ট:রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ সরকারি ছুটির তালিকায় যোগ হল আরও দুটি দিন ৷ অর্থাৎ এতদিন যে সরকারি ছুটির তালিকা ছিল, তাতেই আরও অতিরিক্ত দুটি দিন যোগ হল ৷ এবার থেকে সবেবরাত এবং করম পুজোতেও রাজ্য সরকারি ছুটি বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সমস্ত উৎসবকে সমান গুরুত্ব দিই ৷ ঈদেও সকলে ছুটি পান। এই রাজ্য কাউকে বঞ্চিত করে না। সকলে যদি বলেন 365 দিনই ছুটি, তা তো সম্ভব নয়। সেক্ষেত্রে কাজ কখন হবে ?" মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, সবেবরাত এবং করম পূজায় বিভাগীয় ছুটি ছিল এতদিন পর্যন্ত রাজ্যে ৷ এরপর তিনি বলেন, "এতদিন পর্যন্ত রাজ্যে সবেবরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে (অর্থাৎ নির্দিষ্ট এক শ্রেণির জন্য ছুটি) ছিল। কিন্তু, দীর্ঘদিন ধরেই এই দুই দিনে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করার দাবি উঠছিল। এবার থেকে এই দুই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল।" অর্থাৎ এই দুটি দিনে সমস্ত রাজ্য সরকারি কর্মীরাই ছুটি পেতে চলেছেন।

আরও পড়ুন: বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক মমতার

এদিন রাজ্যের আর্থিক অবস্থার বিস্তারিত হিসাব দেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গেই ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্য যত পুরস্কার পেয়েছে তা আলিপুর সংশোধনাগারের সংগ্রহশালায় রাখা হবে ৷ 2022 স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ ৷ শিল্প বান্ধব পরিবেশের জন্য স্কচ অ্য়াওয়ার্ড পেয়েছিল ৷ এর সঙ্গেই কেন্দ্রীয় সরকারের তরফে বেশ কিছু পুরস্কার পেয়েছে সরকার ৷ সেই সবই এবার আলিপুরের সংগ্রাহালয়ে রাখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে, আর্থিক হিসাব দিতে গিয়ে এদিন মুখ্যসচিব বলেন, "আগের সরকারের ঋণের বোঝা বইতে হচ্ছে এই সরকারকে ৷ তবে বাজেট বাড়ার সঙ্গে খরচ বাড়লেও, আয় বেড়েছে রাজ্যের ৷"

মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা সরকারি কর্মী তাঁরা ভালো কাজ করলে স্পেশাল দিনে ছুটির আশা করতে পারেন। আমাদের রাজ্যে মাতৃকালীন ছুটি 731 দিন। আবার পিতৃকালীন ছুটিও রয়েছে এক মাস। যতটা সম্ভব আমরা করি।"

Last Updated : Aug 2, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details