পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agitation for DA: সরকারি কর্মীদের মঞ্চে পালিত 'লুটারি' কর্মসূচি, ব্যবহৃত হল মুখ্যমন্ত্রীর কার্টুন - সরকারি কর্মীদের মঞ্চে পালিত লুটারি কর্মসূচি

বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন করছেন সরকারি কর্মীরা (Agitation for DA) ৷ এবার অভিনব কায়দায় প্রতিবাদ করলেন তাঁরা ৷ বিশেষ এই কর্মসূচির নাম 'লুটারি' কর্মসূচি ৷ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন-সহ ছবি ব্যবহার করে প্রতিবাদ দেখালেন সরকারি কর্মচারীরা ৷

DA Agitation
বকেয়া ডিএ

By

Published : Feb 26, 2023, 1:36 PM IST

সরকারি কর্মীদের মঞ্চে পালিত 'লুটারি' কর্মসূচি

কলকাতা, 26 ফেব্রুয়ারি:প্রতিবাদ মঞ্চে অনশনের সঙ্গে সঙ্গেই এবার 'লুটারি' কর্মসূচি পালন করলেন সরকারি কর্মচারীরা । আন্দোলন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন-সহ ছবি ব্যবহার করে প্রতিবাদ দেখালেন তাঁরা । শনিবার এই 'লুটারি' কর্মসূচি পালন করেন সরকারি কর্মীরা । এই কর্মসূচির মাধ্যমে তাঁরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেন মুখমন্ত্রী-সহ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের । প্রথম পুরস্কার পাঠানো হয়েছে মুখমন্ত্রীকে । কারণ রাজ্যের কোষাগার ফাঁকা । তাই ডিএ দিতে পারছে না সরকার ! আর এর জন্যেই প্রথম পুরস্কার যাচ্ছে খোদ মুখমন্ত্রীর কাছে ।

মুখ্যমন্ত্রীর কার্টুন সহ ছবি ব্যবহার করে প্রতিবাদ

দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা ৷ তাদেরকে ভিসা বাবদ পুরস্কারের টাকা দেওয়া হয়েছে ৷ তৃতীয় পুরস্কারও দেওয়া হল রাজ্যের নেতা-মন্ত্রীদের । তার কারণ সরকারি কর্মচারীদের মনে হয়েছে যেভাবে রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীরা বিবৃতি দিচ্ছেন তাতে তাঁদের মানসিক চিকিৎসার দরকার । তাই মানসিক চিকিৎসার খরচ বাবদ এই টাকা দেওয়ার সিদ্ধান্ত শহিদ মিনারের অবস্থানরত আন্দোলকারী রাজ্য সরকারি কর্মচারীদের । তবে এখানেই শেষ নয়, তাদের মতে যেভাবে রাজ্যে লুটেররাজ চলছে তা 'লটারি' নয় 'লুটারি'।

আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন বাম নেতা সুজন চক্রবর্তী

সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী পীযূষকান্তি রায় জানান, প্রথমত ডিএ 6 শতাংশ নয়, 3 শতাংশ বেড়েছে । 2020 সালে সেটা দিয়ে 15 শতাংশ করেছিল সরকার । অনৈতিকভাবে 39 শতাংশ ডিএ বকেয়া রয়েছে ৷ এই তিন শতাংশ ডিএকে তারা প্রত্যাখ্যান করছে প্রথম থেকেই । তাঁর মতে, সরকার যে 6 শতাংশের ডিএ দেওয়ার কথা বলেছে সেটা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় ।

পীযূষকান্তি রায় বলেন, "সাধারণ মানুষকে সরকার বোঝাচ্ছে তারা দিয়ে দিচ্ছে 6 শতাংশ ডিএ ৷ আসলে তারা দিচ্ছে 3 শতাংশ । আমাদের আজকের কর্মসূচি ছিল লটারি খেলার কর্মসূচি । এটার নাম দিয়েছি লুটারি । এমন নাম দেওয়ার কারণ এই রাজ্যে এখন লুট চলছে । চাকরি থেকে বেকার যুবকদের মেধা- সবকিছুর লুট চলছে । সরকারি কর্মীদের বকেয়া নিয়েও লুট চলছে । এই সময় আমরা দেখতে পাচ্ছি অনেক নেতা-মন্ত্রী বিভিন্ন নামে লটারি কাটছেন । পুরস্কার জিতে কালো টাকা সাদা করছেন ।"

এর পাশাপাশি এ দিন ধরনামঞ্চে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । তিনি জানান, ডিএ নিয়ে এই যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তা ভুল । যারা এই বিজ্ঞপ্তিতে সই করেছেন তাদের আবারও স্কুলে ভরতি হওয়া উচিত। তিন শতাংশ ডিএ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী চিরকুটে লিখেছিলেন দু'বছর আগে ৷ সেই কবে তিন শতাংশ ডিএ বেড়েছিল ! আর সেই দুটোকে যোগ করে এখন 6 শতাংশ করা হচ্ছে । যাঁরা অংকে এতটা খারাপ তাঁদের সরকারি আধিকারিক হওয়া চলে না ।

আরও পড়ুন:ডিএ নিয়ে অবস্থান বিক্ষোভ পৌর কর্মচারীদের, কাজে না-এলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি মেয়রের

ABOUT THE AUTHOR

...view details