কলকাতা, 20 ফেব্রুয়ারি: বকেয়া ডিএ-এর (DA) দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা । আজ এবং আগামিকাল 48 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা । এর আগেও 24 ঘণ্টার কর্মবিরতি হয়েছে সরকারি দফতরগুলিতে । তবে এই বিষয়ে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ । মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখেই জারি করা হয়েছে নির্দেশ । সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই কর্মবিরতি যেন মানা না-হয় (Government employees on Strike for DA in Schools) ।
সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা । সেখানে দাঁড়িয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য বারবার কর্মবিরতির ডাক দিচ্ছে সরকারি কর্মচারীরা। সকাল থেকেই সেই কর্মসূচির জেরে বহু স্কুলে কর্মবিরতি দেখা যাচ্ছে। তবে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 20 এবং 21 তারিখ কোনওরকম ছুটি নেওয়া যাবে না-শিক্ষকদের । স্কুলের সমস্ত শিক্ষকদের কাজে যোগ দিতে হবে । যদি কেউ অনুপস্থিত থাকেন, তবে ডিআইকে রিপোর্ট দেবে স্কুল কর্তৃপক্ষ । সেই রিপোর্টই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে । তবে পর্ষদের পক্ষ থেকে এই নতুন নির্দেশিকা জারি করা হলেও সোমবার সকাল থেকেই বিভিন্ন স্কুলে চলছে কর্মবিরতি । সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে 48 ঘণ্টার কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে, তাতে সামিল হয়েছেন সরকারি কর্মচারীরা ।