কলকাতা, 13 মার্চ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ভোট করাবার দাবি জানিয়ে সোমবার রাজ্য নির্বাচন কমিশনে আসে সংগ্রামী যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল । এদিন তাঁরা সাফ জানিয়ে দিয়েছে যে তাঁদের দাবিদাওয়া অবিলম্বে পূরণ না হলে তাঁরা আসন্ন নির্বাচনে ভোটকর্মী হিসেবে কাজ করবেন না । এই বিষয়গুলি জানিয়ে আজ আবারও তাঁরা রাজ্য নির্বাচন কমিশন দফতরে ডেপুটেশন জমা দেয় ।
বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি । একদিকে যেমন ধর্নায় বসেছেন সরকারি কর্মচারীরা, অন্যদিকে আজ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার দাবি জানায় ।
যদিও এর আগেও তাঁরা রাজ্য নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মহার্ঘ ভাতা প্রদান করা না হলে পঞ্চায়েত নির্বাচনের কাজে যোগ না দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়ে ডেপুটেশন জমা দিয়েছিলেন । এদিন তাঁরা আবারও রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে আগের দাবিদাওয়ার পাশাপাশি ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি রাখেন ।