কলকাতা, 18 অক্টোবর : দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন CPI(M) রাজ্য সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য গৌতম দেব ৷ গৌতম দেবের সঙ্গেই স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সম্পাদকমণ্ডলীর তিন সদস্য নৃপেন চৌধুরি, দীপক দাশগুপ্ত ও মানব মুখোপাধ্যায় ৷ শারীরিক অসুস্থতার কারণে গতকাল কমিউনিস্ট পার্টির শতবর্ষের উদযাপন অনুষ্ঠানে আসতে পারেননি গৌতমবাবু ।
একসময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি ৷ কিন্তু বাধ সেধেছে শারীরিক অসুস্থতা ৷ আজকাল দলের কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি চোখে পড়ার মতো । সম্প্রতি দলের দায়িত্ব থেকে অব্যাহতি চান গৌতম ৷ তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ৷ দু'দিন ধরে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে চলছে বৈঠক ৷ বৈঠকে সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । উপস্থিত রয়েছেন CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি কেন্দ্রীয় কমিটির বিগত বৈঠকের সিদ্ধান্ত ব্যাখ্যা করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের সামনে । পাশাপাশি গৌতম দেবের অব্যাহতির বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ৷
দুই আমন্ত্রিত সদস্য অনাদি সাহু ও সুমিত দে সম্পাদকমণ্ডলীর পূর্ণ সদস্য হয়েছেন । বামফ্রন্ট মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ দুই প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং মানব মুখোপাধ্যায়ের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন CPI(M) নেতা রবীন দেব । তিনি বলেন, "মানব মুখোপাধ্যায় এবং গৌতম দেব শারীরিক অসুস্থতার জন্য দৈনন্দিন সম্পাদকমণ্ডলীর কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছিলেন না । তাই তাদেরকে অব্যাহতি দেওয়া হল । সম্পাদকমণ্ডলী থেকে সরে দাঁড়ালেও মানব মুখার্জি, গৌতম দেব সহ বাকি দু'জনের উপরে দল যে দায়িত্ব দিয়েছে তা তাঁরা পালন করবেন ।"
দু'দিনের বৈঠকে কিছু সাংগঠনিক পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে । কল্লোল মজুমদার ও পলাশ দাস সম্পাদকমণ্ডলীর সদস্য হয়েছেন ৷ শমীক লাহিড়ি স্থায়ী আমন্ত্রিত সদস্য হয়েছেন । রাজ্য সম্পাদক মণ্ডলীর কমিটিতে একটি স্থান আগেই শূন্য ছিল । সেখানে বীরভূমের শ্যামলী প্রধান এসেছেন । রাজ্য কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ ময়ূখ বিশ্বাস, প্রতিকূর রহমান, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সর্বাণীপ্রসাদ সাঁতরার নাম ।