কলকাতা, 10 জানুয়ারি: তোলা না-দেওয়ায় প্রোমোটারকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযুক্ত উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রক্তাক্ত অবস্থায় চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বুধবার হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ ওই প্রোমোটারের নাম সাদিক খান ৷ এই ঘটনায় জখম হয়েছেন প্রোমোটারের অপর এক আত্মীয় ৷ তাঁকে ভারী কিছু দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকায় ৷
এই ঘটনায় মৃত্যুর খবর সামনে আসার পর থেকে উত্তেজনা ছড়াতে থাকে তিলজলায় ৷ ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ মৃতের আত্মীয়রা জানিয়েছেন, পাঁচ বছর ধরে ওই প্রোমোটারের কাছে তোলা দাবি করছিল এলাকার কয়েকজন দুষ্কৃতী ৷ তারা হুমকিও দিচ্ছিল ৷
জানা গিয়েছে, তাদের তোলার টাকা দেননি ওই প্রোমোটার ৷ এই ঘটনায় একাধিক বার ওই প্রোমোটার থানায় অভিযোগ দায়ের করেন ৷ তবে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ পরিবারের ৷ প্রোমোটারের পরিবারের সদস্যদের অভিযোগ, এরপর টাকা দিতে অস্বীকার করলে তাদের বাড়ি নির্মাণের ব্যবসাও বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ এরপর গত রবিবার প্রোমোটারের কাছে দুষ্কৃতীদের ফোন আসে ৷ অভিযোগ, তখনও প্রোমোটারকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷