কলকাতা, 22 অক্টোবর : ফের বাংলাদেশ থেকে স্মাগলিং সোনা কলকাতায় । নদিয়া-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকেছিল সেই সোনার বার । স্মাগলিং চক্রের নদিয়ার দুই চক্রী সেই সোনা ডেলিভারি করতে এসেছিল কলকাতায় । কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় সেই চেষ্টা সফল হল না । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে ।
STF সূত্রে খবর, সোনা যে শহরে ঢুকছে তার খবর ছিল গোয়েন্দাদের কাছে । সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । নদিয়া থেকে সোনা নিয়ে ট্রেনে করে উলটোডাঙা আসে সাহাজমাল হালসানা ও নওশাদ হালসানা নামে দুই চক্রী । দু'জনই নদিয়ার চাপড়ার বাসিন্দা বলে জানা গেছে । ঠিক ছিল উলটোডাঙা মেইন রোডে অরবিন্দ সেতুর উপর হবে সেই সোনার হাতবদল । সেইমতো অরবিন্দ সেতুতে পৌঁছে যায় বাগুইআটির সজীব মণ্ডল ওরফে সুজিত । সেখানে সাদা পোষাকে ছিল গোয়েন্দারাও । হাত বদলের সময়ে আটক করা হয় ওই তিন জনকে । তাদের কাছে উদ্ধার হয়েছে 2 কেজি 125 গ্রাম সোনা । যার বাজার মূল্য 83 লাখ টাকা । এছাড়াও 10 লাখ বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ।