পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় 83 লাখের সোনার বার ও বাংলাদেশি নোটসহ গ্রেপ্তার 3 - nadia bangladesh border

বাংলাদেশ থেকে সোনা পাচার করতে এসে কলকাতায় গ্রেপ্তার তিন । তাদের কাছ থেকে 83 লাখ টাকা মূল্যের সোনার বার ও 10 লাখের বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ।

গ্রেপ্তার

By

Published : Oct 22, 2019, 1:08 PM IST

Updated : Oct 22, 2019, 1:26 PM IST

কলকাতা, 22 অক্টোবর : ফের বাংলাদেশ থেকে স্মাগলিং সোনা কলকাতায় । নদিয়া-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকেছিল সেই সোনার বার । স্মাগলিং চক্রের নদিয়ার দুই চক্রী সেই সোনা ডেলিভারি করতে এসেছিল কলকাতায় । কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় সেই চেষ্টা সফল হল না । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে ।

STF সূত্রে খবর, সোনা যে শহরে ঢুকছে তার খবর ছিল গোয়েন্দাদের কাছে । সেই মতো চালানো হচ্ছিল নজরদারি । নদিয়া থেকে সোনা নিয়ে ট্রেনে করে উলটোডাঙা আসে সাহাজমাল হালসানা ও নওশাদ হালসানা নামে দুই চক্রী । দু'জনই নদিয়ার চাপড়ার বাসিন্দা বলে জানা গেছে । ঠিক ছিল উলটোডাঙা মেইন রোডে অরবিন্দ সেতুর উপর হবে সেই সোনার হাতবদল । সেইমতো অরবিন্দ সেতুতে পৌঁছে যায় বাগুইআটির সজীব মণ্ডল ওরফে সুজিত । সেখানে সাদা পোষাকে ছিল গোয়েন্দারাও । হাত বদলের সময়ে আটক করা হয় ওই তিন জনকে । তাদের কাছে উদ্ধার হয়েছে 2 কেজি 125 গ্রাম সোনা । যার বাজার মূল্য 83 লাখ টাকা । এছাড়াও 10 লাখ বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে ।

দু'দিন আগেই বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মিজানুর রহমান সোনার বিস্কুট নিয়ে সীমান্ত পার হয়ে এদেশে ঢোকেন । এদেশে এসে তিনি বনগাঁ থেকে নেন লোকাল ট্রেন । নামেন শিয়ালদায় । তারপর সেখান থেকে অটোতে বড়বাজার । সেখানেই নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল ওই সোনা । কিন্তু তার আগেই STF তাকে গ্রেপ্তার করে ।

ধনতেরাসের আগে এই মুহূর্তে সোনার চাহিদা তুঙ্গে । পুলিশ সূত্রে খবর, সেই কারণে এখন সোনা স্মাগলিংয়ের বাড়বাড়ন্ত । শেষ কয়েকদিনে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ও কাস্টমস উদ্ধার করেছে প্রচুর সোনা । তা বেশিরভাগটাই বড়বাজারের সঙ্গে সম্পর্কিত । গতকাল গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা । সূত্র মারফত জানা যায় বাংলাদেশ থেকে সোনা ঢুকছে কলকাতায় । পুলিশের দাবি গতকাল ধৃতরা স্বীকার করে নিয়েছে এই সোনা বাংলাদেশ থেকে এসেছিল ।

উদ্ধার হওয়া সোনারবার ও বাংলাদেশি মূদ্রা
Last Updated : Oct 22, 2019, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details