কলকাতা, ২৩ ডিসেম্বর : রাজ্যপাল জগদীপ ধনকড়কে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান তুলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা । বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদও এক জোট হয়ে রাজ্যপালের গাড়ি আটকায় ৷ প্রায় 50 মিনিট ধরে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় ৷ পরে অবশ্য তাদের সাহায্যেই উপাচার্য সুরঞ্জন দাস, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সহ অন্যদের সঙ্গে কোর্ট বৈঠক করতে অরবিন্দ ভবনে প্রবেশ করেন রাজ্যপাল ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে রাজ্যপালকে কেন্দ্র করে যে আন্দোলন করা হবে, তার প্রস্তুতি নিয়ে রেখেছিল বামপন্থী ও তৃণমূল ছাত্র সংগঠন ৷ সেই মতো বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে আসতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ৷ গো-ব্যাক স্লোগান তোলে ছাত্রছাত্রীরা ৷ সঙ্গে শোনা যায়, আজাদির স্লোগানও ৷
রাজ্যপালকে আটকাতে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে একজোট হয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ ৷ এই বিক্ষোভে যোগ দেয় তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সমিতিও ৷ তাদের প্রশ্নের জবাব না দিলে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয় ছাড়তে দেওয়া হবে না বলেও জানান ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ৷
বিশ্ববিদ্যালয়ের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখাল ছাত্র-ছাত্রীরা আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷ সেখানে আচার্য হিসেবে প্রথম থেকেই উপস্থিত থাকার কথা ছিল জগদীপ ধনকড়ের ৷ কিন্তু, তারপরই তাঁকে বয়কটের ডাক দিয়েছিল SFI-র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখা ৷ পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও চায়নি রাজ্যপাল এই অনুষ্ঠানে আসুক ৷ তাই বিশেষ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল এক্সিকিউটিভ কাউন্সিল ৷ গতকাল এই সিদ্ধান্ত বাতিল করেন স্বয়ং রাজ্যপাল ৷