কলকাতা, 3 জুলাই : দলের পুরোনো মুখদের একদম সামনের সারিতে আনতে হবে। নতুন প্রজন্মকে তুলে আনতে হবে নেতৃত্বে । কমাতে হবে অতিরিক্ত পুলিশ নির্ভরতা । গতকাল দুই বর্ধমান জেলার দলীয় বিধায়কদের বৈঠকে সংগঠনকে চাঙ্গা করতে এভাবেই কড়া নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়।
দলের পুরোনো মুখদের সামনের সারিতে আনুন : মমতা - purba burdwan
লোকসভার ভোট বিপর্যয়ের পর থেকেই দলের খোলনলচে বদলাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলের সর্বস্তরের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে একের পর এক বৈঠক করে চলেছেন তিনি । একইসঙ্গে জেলা ধরে ধরে শুরু করেছেন মূল্যায়ন ।
লোকসভার ভোট বিপর্যয়ের পর থেকেই দলের খোলনলচে বদলাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলের সর্বস্তরের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে একের পর এক বৈঠক করে চলেছেন তিনি । একইসঙ্গে জেলা ধরে ধরে শুরু করেছেন মূল্যায়ন । গতকাল দুই বর্ধমান জেলার বিধায়কদের সঙ্গে বিধানসভায় নিজের ঘরে বৈঠক করেন মমতা । বিশেষ এই বৈঠক থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বেশ কিছু দাওয়াইও দিয়েছেন তৃণমূল নেত্রী।
মাত্রারিক্ত পুলিশি নির্ভরতা কমানোর কথা বলেছেন দলনেত্রী। নিচু তলার পুলিশ কথা শুনছে না তা নিয়ে কয়েকদিন আগে নিজেই উষ্মাপ্রকাশ করেছিলেন মমতা । গতকাল দলের বিধায়কদের স্পষ্ট ভাষায় নির্দেশ দিলেন, পুলিশের সাহায্য ছাড়াই দল চালাতে হবে। কোনও প্রয়োজনে যেন পুলিশের সাহায্য না নেওয়া হয়। অবিলম্বে জেলা এবং ব্লক কমিটিগুলি তৈরির জন্যও বর্ধমানের দুই জেলার জেলা সভাপতিকে নির্দেশ দিয়েছেন । কমিটিগুলিতে বিধায়কদের সামিল থাকার নির্দেশ দিয়েছেন তিনি । এছাড়া, এবার থেকে দলের প্রত্যেক কর্মসূচিতেই মহিলা এবং অনগ্রসর শ্রেণিকে সামনের সারিতে নিয়ে আসার জন্য জোর দিয়েছেন তৃণমূল নেত্রী।