কলকাতা, 18 জানুয়ারি : ট্যাংরা পার্কের গেটের গ্রিল ভেঙে মৃত্যু হল এক নাবালিকার ৷ মৃতের নাম সুশীলা হালদার (11) ৷ দুর্ঘটনাটি ঘটেছে আজ সন্ধেয় ৷
ট্যাংরা পার্কে গ্রিল ভেঙে মৃত্যু নাবালিকার - নাবালিকার মৃত্যু ট্যাংরা
আজ সন্ধ্যায় সুশীলা পার্কের গ্রিলের গেট ধরে ঝোলাঝুলি খেলছিল । গ্রিলের গেট ভেঙে চাপা পড়ে সে ।
সুশীলার বাড়ি ট্যাংরা এলাকাতেই ৷ সে ক্লাস সিক্সে পড়ত ৷ ট্যাংরা পার্কে রোজ খেলতে যেত ৷ আজ সন্ধ্যায় সে পার্কের গ্রিলের গেট ধরে ঝোলাঝুলি খেলছিল । ওই এলাকার অনেক শিশু-কিশোরী ওই পার্কে খেলতে যায় । আবার ওই চত্বরের অনেকেই হাঁটতে আসেন । হঠাৎই তাঁরা বিকট শব্দ শুনতে পান । দেখা যায় গ্রিলের গেট ভেঙে পড়েছে । তাতে চাপা পড়েছে সুশীলা হালদার । তাকে দ্রুত চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনার খবর পেয়ে আসে ট্যাংরা থানার পুলিশ ।
স্থানীয়রা ঘটনায় পৌর নিগমের উদাসীনতার দিকে আঙুল তুলেছেন । তাঁদের দাবি, গ্রিলটি ভাঙাচোরা অবস্থায় ছিল । সেটি পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছিল । তারপরও মেরামতের ব্যবস্থা হয়নি । যদি সেটি মেরামত করা হত তবে আজকের দুর্ঘটনা ঘটত না ।