কলকাতা, 11 ফেব্রুয়ারি:বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হলেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ শনিবার ছিল বিশ্ব ইউনানি দিবস ৷ সেই উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন ডেমোক্রেটিক আজাদ পার্টির (Democratic Azad Party) প্রধান গুলাম নবি আজাদ ৷ সেই অনুষ্ঠানের ফাঁকেই তিনি প্রশংসা করেন মমতার ৷ তাঁর কথায়, "কলকাতাকে দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে চাই ।"
এখানে উল্লেখ করা প্রয়োজন, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ও গুলাম নবি আজাদ কংগ্রেসের সদস্য ছিলেন ৷ মমতা অনেক আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূল গড়লেও গুলাম নবি কয়েকমাস আগেই কংগ্রেস (Congress) ছেড়েছেন ৷ কাশ্মীরি এই নেতা মমতার মতেই তৈরি করেছেন রাজ্যভিত্তিক দল ডেমোক্রেটিক আজাদ পার্টি (DAP) ৷
গুলাম নবি আজাদ বর্ষীয়ান রাজনীতিবিদ ৷ ফলে এর আগে তিনি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে একাধিকবার কলকাতায় এসেছেন ৷ শনিবারও তাঁর কথায় ফিরে এসেছে সেই প্রসঙ্গ ৷ তিনি বলেন, "যখন আমি যুব কংগ্রেসের সঙ্গে ছিলাম সেই সময় থেকে গত 45 বছর ধরে কলকাতায় আসছি ।’’