পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাতিবাগান-শ্যামবাজারে জীবাণুনাশক স্প্রে, বেঁধে দেওয়া হল বাজারের সময়সীমা

বাজারে আসা মানুষজন থেকে ছড়াতে পারে কোরোনা ৷ তাই বাজার করার সময়সীমা বেঁধে দিলেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র ৷ পাশাপাশি, হাতিবাগান মার্কেট ও শ্যামবাজারে জীবাণুনাশক স্প্রে করা হল ৷

হাতিবাগান-শ্যামবাজারে জীবাণুনাশক স্প্রে
হাতিবাগান-শ্যামবাজারে জীবাণুনাশক স্প্রে

By

Published : Mar 31, 2020, 7:33 PM IST

কলকাতা, 31 মার্চ : হাতিবাগান মার্কেট ও শ্যামবাজার উত্তর কলকাতার দু'টি বিখ্যাত বাজার ৷ প্রতিদিন এখানে বহু মানুষের সমাগম ঘটে ৷ লকডাউনের মধ্যেও অনেকে নিয়মিত বাজার করতে আসছেন এখানে ৷ তাই আজ মেয়র পারিষদ (স্বাস্থ্য) তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের তত্ত্বাবধানে এই দু'টি বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয় ৷

অতীন ঘোষ বলেন, "প্রতিদিন বহু মানুষ এই বাজারগুলিতে আসায় এখানে কোরোনা সংক্রমণের সম্ভাবনাও বেশি ৷ তাই এখানে জীবাণুনাশক স্প্রে করা প্রয়োজন ৷" সোডিয়াম হাইপোক্লোরাইডের সঙ্গে জল মিশিয়ে এই জীবাণনাশক তৈরি করা হয়েছে বলেও তিনি জানান ৷ সঙ্গে বলেন, "শুধু আজ নয়, নিয়মিত এই জীবাণুনাশক স্প্রে করতে হবে ৷ যাতে একজনের থেকে অন্যজনের মধ্যে কোরোনা সংক্রমণ না হয় ৷"

হাতিবাগান মার্কেট ও শ্যামবাজারে বাজার করার নীতিও বেঁধে দেন তিনি ৷ বলেন, "হাতিবাগান মার্কেট বা শ্যামবাজার মার্কেট কোনওটাই কলকাতা পৌরনিগমের বাজার নয় ৷ বাগবাজার কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে ৷ আগামীকাল থেকে বাজারে তিনটি গেট করে দেওয়া হবে ৷ সেই গেট দিয়ে 40 জন বাজারে প্রবেশ করবে ৷ 20 মিনিটের মধ্যে বাজার করে বেরিয়ে আসবে ৷ এই নিয়ম মেনে আগামীদিনে বাজার করতে হবে ৷ এর যাতে অন্যথা না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details