কলকাতা, 17 অক্টোবর: উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা । এবার দক্ষিণবঙ্গ থেকে আগামী 2 দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে । বর্ষা বিদায়ের সঙ্গে আবহাওয়া শুষ্ক হবে (West Bengal Weather Update)। তবে গ্রীষ্মকালের মত শুষ্কতা থাকবে না । 18 থেকে 20 অক্টোবর অর্থাৎ আগামিকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলো যেমন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে । তবে তা হবে বিক্ষিপ্তভাবে ।
বর্ষা বিদায় নিলেও বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের । কারণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে । যা আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে । ফলে কালিপুজোর আগে বৃষ্টি হতে পারে । তবে তার সঙ্গে বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা নেই । বরং ধীরে ধীরে বাতাসে শুষ্কতা বাড়বে । রাতের তাপমাত্রা কিছুটা শীতল হবে । ইতিমধ্যে ভোরের দিকে হিমেল পরশ টের পাওয়া যাচ্ছে ।