কলকাতা, 15 অক্টোবর: রবিবারের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে । সেইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে (West Bengal Weather Update)। পাশাপাশি 18 অক্টোবর মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে । তা থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে । অন্তত উপগ্রহ চিত্র সেই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস । তবে সাইক্লোন ধেয়ে আসছে বলে গত কয়েকদিন ধরে যে খবর রটেছে সেটাকে এখনই সত্যি বলে মনে করার কোনও কারণ নেই বলেই মনে করে আলিপুর আবহাওয়া দফতর । কারণ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ভারতীয় আবহাওয়া দফতর অতীতে মুন্সিয়ানা দেখিয়েছে । তাই অন্য কোনও কিছুর আগাম খবরে নজর না দেওয়ার কথা বলেছে আলিপুর ।
সংস্থার উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী তিনদিনের মধ্যে বর্ষা আমাদের রাজ্য থেকে বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে । বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে এসেছে । এখন যেটা হচ্ছে শনিবার দুপুর থেকে তা আরও কমে যাবে ।