পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: রবিবারই রাজ্য থেকে বর্ষা বিদায়, ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ? - rain likely to occur in west bengal

আগামী তিনদিনের মধ্যে বর্ষা রাজ্য থেকে বিদায় নিচ্ছে । তবে 18 অক্টোবর মঙ্গলবার নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে (West Bengal Weather Update) । তা থেকেই কি নতুন ঘূর্ণিঝড়ের জন্ম হবে ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে হাওয়া অফিস ।

West Bengal Weather Update
রবিবারই রাজ্য থেকে বর্ষা বিদায়, জানাল আলিপুর

By

Published : Oct 15, 2022, 7:18 AM IST

কলকাতা, 15 অক্টোবর: রবিবারের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে । সেইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে (West Bengal Weather Update)। পাশাপাশি 18 অক্টোবর মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে । তা থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে । অন্তত উপগ্রহ চিত্র সেই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস । তবে সাইক্লোন ধেয়ে আসছে বলে গত কয়েকদিন ধরে যে খবর রটেছে সেটাকে এখনই সত্যি বলে মনে করার কোনও কারণ নেই বলেই মনে করে আলিপুর আবহাওয়া দফতর । কারণ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ভারতীয় আবহাওয়া দফতর অতীতে মুন্সিয়ানা দেখিয়েছে । তাই অন্য কোনও কিছুর আগাম খবরে নজর না দেওয়ার কথা বলেছে আলিপুর ।

সংস্থার উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী তিনদিনের মধ্যে বর্ষা আমাদের রাজ্য থেকে বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে । বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে এসেছে । এখন যেটা হচ্ছে শনিবার দুপুর থেকে তা আরও কমে যাবে ।

রবিবারই রাজ্য থেকে বর্ষা বিদায়, জানাল আলিপুর

আরও পড়ুন:ভালোবাসার মানুষের সঙ্গে রোম্যান্টিক সন্ধ্যা উপভোগে মাতবেন কারা ?

তিনি আরও জানান, 18 অক্টোবর মঙ্গলবার আসতে এখন অনেক দেরি রয়েছে । 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । তা থেকে নিম্নচাপ তৈরি হতে পারে । আগামী তিনদিনের মধ্যে বর্ষা বিদায়ের পরিস্থিতি অনুকুল হচ্ছে । ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর সেটির গতিবিধি পর্যবেক্ষণ করার পর পূর্বাভাস দেওয়া সম্ভব হবে ।

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 94 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 17.8 মিলিমিটার । আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা । কয়েক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details