কলকাতা, 22 সেপ্টেম্বর: বর্ষা বিদায়ের জোরালো ইঙ্গিতে ফের প্যাচপ্যাচে গরমের শঙ্কা জনজীবনে । ভাদ্র পেরিয়ে আশ্বিন । তবে শরতের শিশির কণা নেই । রাতের দিকে হিমের পরশের অনুভূতি । সকাল হলে তো সেই প্রখর তাপে জেরবার হওয়ার দশা । হাওয়া অফিস বলছে 32 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে । ফলে গরমের অস্বস্তি সঙ্গী হবে (IMD Kolkata Weather update generally cloudy sky with one or two spells of rain likely to occur) ।
নিম্নচাপের ভ্রুকুটি দেখা গেলেও তার প্রভাব নেই বঙ্গে । বরং সমুদ্রের উপরে নিম্নচাপ অবস্থান করায় ঝোড়ো হাওয়া বইবে উপকূলে । তাই মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে । দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বৃষ্টির পূর্বাভাস নেই । বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি এবং অঞ্চলভিত্তিক হবে । উত্তরবঙ্গের জন্যও একই পূর্বাভাস । বৃষ্টির সেভাবে আর দেখা নেই । ফলে দিনের তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া অফিসের (West Bengal Weather Update)।