কলকাতা, 6 সেপ্টেম্বর : প্রয়াত হলেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের (Bengal Taxi Association) সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ । ই এম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 76 বছর ।
দীর্ঘদিন ধরেই ক্যান্সার-সহ বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বিমলবাবু । কল্যাণ ভদ্রর হাত ধরে তৈরি হয় বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন (BTA) । এর পরে তিনি এই সংগঠনের পুরো দায়িত্ব দেন বিমলবাবুর কাঁধেই ।