পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Municipal Corporation: সেতু সুরক্ষায় জোর, সমস্যা দেখলেই ফোন করে জানানো যাবে ইঞ্জিনিয়ারকে - ফিরহাদ হাকিম

সেতু রক্ষায় গুরুত্ব আরোপ কলকাতা কর্পোরেশনের (General Public Can Interact with KMDA Engineers) ৷ প্রয়োজনে ইঞ্জিনিয়রদের সঙ্গেও যোগাযোগ করা যাবে ৷ ফোন করে জানানো যাবে সেতুর সমস্য়া ৷ শহরের বড় সেতুর গায়ে লেখা রয়েছে সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের নাম ও ফোন নম্বর ৷

Kolkata Municipal Corporation
ETV Barhat

By

Published : Dec 15, 2022, 1:44 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর:সেতু সুরক্ষায় জোর, সমস্যা দেখলেই ফোন করে জানানো যাবে ইঞ্জিনিয়ারকে (KMDA Engineers) ৷ শহরে বড় সেতুর গায়ে ইতিমধ্যেই ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের নাম ও ফোন নম্বর লেখা আছে । এবার ছোট ছোট সেতুগুলির ক্ষেত্রেও একইভাবে লেখা হবে সংশ্লিষ্ট সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের নাম এবং ফোন নম্বর । যাতে ব্রিজ সম্পর্কিত কোনও ত্রুটি বা সমস্যা নাগরিকদের নজরে এলেই তাঁরা জানাতে পারেন নির্দিষ্ট ইঞ্জিনিয়ারকে । এই প্রক্রিয়া দ্রুত কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন কেএমডি-এর চেয়ারম্যান তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

বুধবার কলকাতা কর্পোরেশনের অধিবেশনে খালের উপর থাকা সেতু সংস্কার ও পরিষ্কার নিয়ে প্রশ্ন তোলেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডঃ মীনাক্ষী গঙ্গোপাধ্যায় । তাঁর প্রশ্ন ছিল 12 নম্বর ও 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি ফুট ব্রিজ ও একটি বেইলি ব্রিজ আছে । তবে ব্রিজগুলিতে আলো নেই । ফলে পথচারী ও গাড়ি চালকদের সমস্যা হয় । কীভাবে ব্রিজগুলোতে আলো লাগানোর ব্যবস্থা করা যেতে পারে ? পরিষ্কার কে করবে ? সংস্কার কে করবে সেতুর কিছু হলে ?

আরও পড়ুন: এখনও জায়গা ছাড়েনি রক্সি সিনেমার নীচের দোকানগুলি, পুলিশকে চিঠি দিল কলকাতা কর্পোরেশন

তাঁর প্রশ্নের উত্তরেই মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, সমস্ত ছোট-বড় ব্রিজ দেখভালের দায়িত্ব কেএমডিএ-র । তবে পরিষ্কার করার দায়িত্বে থাকছে কলকাতা কর্পোরেশনের । দেখভালের ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ারের ওপর দায়িত্ব থাকবে সপ্তাহে একদিন ব্রিজ ভিজিটে যেতে হবে তাঁকে । যাতে কোনও সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করা সম্ভব হয় । একইসঙ্গে নির্দিষ্ট ইঞ্জিনিয়ারের নাম ও ফোন নম্বর ব্রিজের ওপর উল্লেখ করার নির্দেশ দিয়েছেন মেয়র । যাতে প্রয়োজনে নাগরিকরাও নির্দিষ্ট ইঞ্জিনিয়ার এর সঙ্গে যোগাযোগ করতে পারেন ।

প্রসঙ্গত, 2018 সালে ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু । সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে শহরের একাধিক উড়ালপুলগুলির অবস্থা জানতে স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । তৈরি হয় ব্রিজ এক্সপার্ট কমিটি। এই কমিটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে শহরের সব উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে থাকে।

ABOUT THE AUTHOR

...view details