কলকাতা, 4 জুলাই: এবার সমকামী বিবাহের(Gay Marriage) সাক্ষী থাকল কলকাতা ৷ বহুদিনের সঙ্গী চৈতন্য শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন প্রখ্যাত কস্টিউম ডিজাইনার অভিষেক রায় । মধ্য কলকাতার এক হোটেলে ধর্মীয় নিয়ম-আচার মেনেই সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান । রবিবার তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন অভিষেক ও চৈতন্যের কাছের মানুষেরা । গুরুগ্রামের বাসিন্দা চৈতন্য । ডিজিটাল মার্কেটিং তাঁর পেশা ।
অভিষেকের বিয়েতে হাজির ছিলেন প্রখ্যাত মেক আপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার । দু'জনে তাঁর বাড়িতে গিয়েই নিমন্ত্রণ করেন বলে জানা গিয়েছে । ওঁদের এত গোছানো এবং নিয়ম নিষ্ঠামাফিক বিয়েতে মুগ্ধ তিনি।