পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gay Marriage: সমকামী বিবাহের সাক্ষী রইল কলকাতা, গাঁটছড়া বাঁধলেন অভিষেক-চৈতন্য - গাঁটছড়া বাঁধলেন অভিষেক চৈতন্য

সমকামী বিবাহের সাক্ষী থাকল কলকাতা(Gay Marriage)৷ বহুদিনের সঙ্গী চৈতন্য শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন প্রখ্যাত কস্টিউম ডিজাইনার (Costume Designer) অভিষেক রায় ।

Gay couple Married in Kolkata
Gay Marriage

By

Published : Jul 4, 2022, 8:34 PM IST

কলকাতা, 4 জুলাই: এবার সমকামী বিবাহের(Gay Marriage) সাক্ষী থাকল কলকাতা ৷ বহুদিনের সঙ্গী চৈতন্য শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন প্রখ্যাত কস্টিউম ডিজাইনার অভিষেক রায় । মধ্য কলকাতার এক হোটেলে ধর্মীয় নিয়ম-আচার মেনেই সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান । রবিবার তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন অভিষেক ও চৈতন্যের কাছের মানুষেরা । গুরুগ্রামের বাসিন্দা চৈতন্য । ডিজিটাল মার্কেটিং তাঁর পেশা ।

গাঁটছড়া বাঁধলেন অভিষেক-চৈতন্য

অভিষেকের বিয়েতে হাজির ছিলেন প্রখ্যাত মেক আপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার । দু'জনে তাঁর বাড়িতে গিয়েই নিমন্ত্রণ করেন বলে জানা গিয়েছে । ওঁদের এত গোছানো এবং নিয়ম নিষ্ঠামাফিক বিয়েতে মুগ্ধ তিনি।

কলকাতার এক হোটেলে ধর্মীয় নিয়ম-আচার মেনেই সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান

আরও পড়ুন:ভালবাসার জয়, বিবাহ বন্ধনে আবদ্ধ কলকাতার সুপ্রিয় ও হায়দরাবাদের অভয়

প্রসঙ্গত, এ দেশে এখনও সমকামী বিবাহ আইনসম্মত নয় । ধর্ম মতে মালাবদল করলেও আইনের চোখে তাঁরা একই পরিবারের, এমন স্বীকৃতি পায় না ৷ তবুও শহর দেখল অভিষেক ও চৈতন্যের বিয়ে । তাঁদের বিয়ে অন্যান্য সমকামী যুগলকেও সাহস জোগাবে বলে আশা করছেন তাঁরা । বিবাহে কন্যা শ্রীনন্দা শঙ্করকে নিয়ে হাজির ছিলেন নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করও (Gay couple Married in Kolkata)।

সমকামী বিবাহের সাক্ষী রইল কলকাতা

ABOUT THE AUTHOR

...view details