পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gariahat Double Murder : জোড়া খুনে ধৃত পরিচারিকাকে আজ তোলা হবে আদালতে - Alipore court

গড়িয়াহাট খুনে ধৃত পরিচারিকা মিঠু হালদারকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে । গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশি জেরায় কর্পোরেট কর্তা সুবীর চাকি এবং তাঁর ড্রাইভার রবীন মণ্ডলকে খুনের কথা স্বীকার করেছে ওই পরিচারিকা ৷

Mithu Halder
গড়িয়াহাট খুনকাণ্ডে ধৃত মিঠু হালদারকে তোলা হবে আদালতে

By

Published : Oct 21, 2021, 11:01 AM IST

কলকাতা, 21 অক্টোবর: গড়িয়াহাটে জোড়া খুনে ধৃত মিঠু হালদারকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে । গতকাল সকাল থেকে তাকে ডায়মন্ড হারবার থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । বক্তব্যে একাধিক অসংগতি থাকায় তাকে লালবাজারে এনে ফের এক দফা জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনাটি সামনে আসে ৷ এরপরই তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

ঘটনার তদন্ত নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, খুনের দিন ঘটনাস্থলে ছিল না মিঠু হালদার । পুলিশ জানতে পেরেছে, খুনের সময় ঘটনাস্থলে ছিল পরিচারিকার ছেলে ভিকি ৷ তবে খুনের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও ওই পরিচারিকা পুরো বিষয়টি জানত ৷ আজ মিঠু হালদারের একদফা মেডিক্যাল পরীক্ষাও করানো হয় । পাশাপাশি গড়িয়াহাট জোড়া খুনে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত আটজন ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা । তাদেরও লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পলাতক ভিকির খোঁজে রয়েছে পুলিশ ৷ একাধিক জেলা পুলিশের সঙ্গেও কথা বলেছে লালাবাজার ।

আরও পড়ুন: রক্তমাখা জামা ধোওয়ায় সন্দেহ, গড়িয়াহাটে জোড়া খুনে গ্রেফতার পরিচারিকা

মিঠু হালদারের প্রত্যেক আত্মীয়ের বাড়িতেও হানা দিচ্ছেন লালবাজারের গোয়েন্দারা । ভিকির সন্ধান পেলে এই জোড়া খুনের রহস্যের সমাধান মিলবে বলেই আশা গোয়েন্দাদের ৷

আরও পড়ুন: সুবীর চাকির খুনে জড়িত পরিচারিকার ছেলে ভিকি

ABOUT THE AUTHOR

...view details