কলকাতা, 21 অক্টোবর: গড়িয়াহাটে জোড়া খুনে ধৃত মিঠু হালদারকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে । গতকাল সকাল থেকে তাকে ডায়মন্ড হারবার থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । বক্তব্যে একাধিক অসংগতি থাকায় তাকে লালবাজারে এনে ফের এক দফা জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনাটি সামনে আসে ৷ এরপরই তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা ।
ঘটনার তদন্ত নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, খুনের দিন ঘটনাস্থলে ছিল না মিঠু হালদার । পুলিশ জানতে পেরেছে, খুনের সময় ঘটনাস্থলে ছিল পরিচারিকার ছেলে ভিকি ৷ তবে খুনের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও ওই পরিচারিকা পুরো বিষয়টি জানত ৷ আজ মিঠু হালদারের একদফা মেডিক্যাল পরীক্ষাও করানো হয় । পাশাপাশি গড়িয়াহাট জোড়া খুনে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত আটজন ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা । তাদেরও লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পলাতক ভিকির খোঁজে রয়েছে পুলিশ ৷ একাধিক জেলা পুলিশের সঙ্গেও কথা বলেছে লালাবাজার ।