পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্রুতগতির পেট্রোলিং ভেসেল পেল উপকূলরক্ষী বাহিনী - new vessel

অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন একটি ভেসেল উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স ।

অত্যাধুনিক ভেসেলটি

By

Published : Aug 10, 2019, 6:58 PM IST

কলকাতা, 10 অগাস্ট : অত্যাধুনিক ভেসেল । যা দিয়ে দ্রুত গতিতে চালানো যাবে পেট্রোলিংয়ের কাজ । দ্রুত উদ্ধারকাজের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ভেসেলটিকে । অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন এই ভেসেল তৈরি করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স । যা আজ তুলে দেওয়া হল উপকূলরক্ষী বাহিনীর হাতে । এতে তারা অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে ।

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অত্যাধুনিক এই ভেসেলটি তৈরির কাজ শেষ করেছে কয়েকদিন আগেই । আজ তা উদ্বোধন করলেন কেন্দ্রীয় সুরক্ষা দপ্তরের উৎপাদন বিষয়ক সচিব অজয় কুমার । ছিলেন তাঁর স্ত্রী বিনা অজয় কুমারও । 50 মিটার লম্বা ও সাড়ে সাত মিটার চওড়া এই শিপটির ওজন প্রায় 308 টন । ভেসেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সর্বাধিক 34 নটিক্যাল মাইল গতিতে দেড় হাজার নটিক্যাল মাইল পর্যন্ত চলতে পারে । সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ভেসেলের কাঠামোটি তৈরি করা হয়েছে । অত্যাধুনিক সেন্সরিং ব্যবস্থাও রয়েছে এতে । যাতে আশপাশের যেকোনও কিছু সহজেই ব়্যাডারে ধরা পড়ে । পাশাপাশি 40 থেকে 60টি বন্দুক লাগানোর ব্যবস্থা রয়েছে । এটিতে পুরোপুরি এয়ারকন্ডিশন মডিউলার অ্যাকমোডেশন আছে 35 জনের জন্য ।

জানা গেছে, এটি মূলত ব্যবহার করা হবে পেট্রোলিং, অ্যান্টি স্মাগলিং এবং রেসকিউ অপারেশনের জন্য । এই দিকটি মাথায় রেখেই বানানো হয়েছে ওই ভেসেলটি । যা তৈরিতে খরচ হয়েছে 67 কোটি টাকা ।

ভেসেলটি সম্পর্কে বলতে গিয়ে অজয় কুমার বলেন, "এই ধরনের অত্যাধুনিক ভেসেল তৈরি করে GRSE আরও একবার প্রমাণ করে দিল, তারা ভারতের জাহাজ প্রস্তুতকারী সংস্থাদের মধ্যে অন্যতম সেরা ।" ভেসেলটি উদ্বোধনের পর কোস্টগার্ডের নর্থ-ইস্ট রিজিয়ন কমান্ডার ইন্সপেক্টর জেনেরাল রাজন বারগোত্রার হাতে তা তুলে দেন অজয় কুমার ।

ABOUT THE AUTHOR

...view details