কলকাতা, 10 অগাস্ট : অত্যাধুনিক ভেসেল । যা দিয়ে দ্রুত গতিতে চালানো যাবে পেট্রোলিংয়ের কাজ । দ্রুত উদ্ধারকাজের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ভেসেলটিকে । অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন এই ভেসেল তৈরি করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স । যা আজ তুলে দেওয়া হল উপকূলরক্ষী বাহিনীর হাতে । এতে তারা অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে ।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স অত্যাধুনিক এই ভেসেলটি তৈরির কাজ শেষ করেছে কয়েকদিন আগেই । আজ তা উদ্বোধন করলেন কেন্দ্রীয় সুরক্ষা দপ্তরের উৎপাদন বিষয়ক সচিব অজয় কুমার । ছিলেন তাঁর স্ত্রী বিনা অজয় কুমারও । 50 মিটার লম্বা ও সাড়ে সাত মিটার চওড়া এই শিপটির ওজন প্রায় 308 টন । ভেসেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সর্বাধিক 34 নটিক্যাল মাইল গতিতে দেড় হাজার নটিক্যাল মাইল পর্যন্ত চলতে পারে । সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ভেসেলের কাঠামোটি তৈরি করা হয়েছে । অত্যাধুনিক সেন্সরিং ব্যবস্থাও রয়েছে এতে । যাতে আশপাশের যেকোনও কিছু সহজেই ব়্যাডারে ধরা পড়ে । পাশাপাশি 40 থেকে 60টি বন্দুক লাগানোর ব্যবস্থা রয়েছে । এটিতে পুরোপুরি এয়ারকন্ডিশন মডিউলার অ্যাকমোডেশন আছে 35 জনের জন্য ।