কলকাতা, 20 ডিসেম্বর : গঙ্গাসাগর মেলায় বাস দেওয়া নিয়ে বাস মালিক ও প্রশাসনের মধ্যে কাজিয়া। 10 বছর পর গতবছর মাত্র 5 টাকা বাড়ানো হয় ৷ তাই এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষে পুণ্যার্থী ও যাত্রীদের জন্য আদৌ আর বাস দিতে পারবেন কি না সে বিষয়ে বাস মালিকরা সন্ধিহান।
টাকা না বাড়ায় গঙ্গা সাগরে বাস দিতে চান না অনেক মালিক - mela bus
জানুয়ারি মাসে এই মেলা হয় সাগর দ্বীপে। বিভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও আসেন মানুষ। লাখ লাখ মানুষের ভিড় হয় এই মেলা উপলক্ষে। মেলাটি পরিচালনা করার দায়িত্বে থাকে দক্ষিণ 24 পরগনা প্রশাসন।
জানুয়ারি মাসে এই মেলা হয় সাগর দ্বীপে। বিভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও আসেন মানুষ। লাখ লাখ মানুষের ভিড় হয় এই মেলা উপলক্ষে। মেলাটি পরিচালনা করার দায়িত্বে থাকে দক্ষিণ 24 পরগনা প্রশাসন।
সরকারি ও বেসরকারী বাস তীর্থযাত্রীদের নিয়ে যায় মেলায়। দ্বীপে যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন পড়ে। মিনিবাসের ক্ষেত্রে 1580 টাকা রেট দেওয়া হয়। পাশাপাশি খাবার খরচ হিসেবে 50 টাকা দেওয়া হয়, তবে তার সঙ্গে বাস মালিকরা আরও 120 টাকা ভরতুকি হিসেবে চালকদের দেন ।
দ্বীপে যাওয়ার জন্য পারমিট করতে খরচ পরে প্রায় 10 থেকে 12 হাজার টাকা। মিনিবাস অপারেটরস এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি স্বপন ঘোষ বলেন যে, "শুধু গত বছর কয়েকটি খাতে মাত্র 5 টাকা বাড়ানো হয়েছে। গত 10 বছর লাগাতার একই ভাড়ায় বাস দিচ্ছে বাস মালিকরা। গত বছর যথেষ্ট বাসের যোগান দিতে বেশ অসুবিধা হয়েছিল । কারণ কোনও বাস চালক ও মালিক বাস দিতে রাজি ছিল না। এ বছর ভাড়া বাড়ানো না হলে অবস্থার অবনতি হবে ।" তাঁর আরও দাবি, "প্রতি বছর যে ভাবে জ্বালানি খরচ বাড়ছে তাতে এত কম ভাড়ায় বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে।"
আলিপুরের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "গঙ্গাসাগর নিয়ে চূড়ান্ত বৈঠক হয়েছে। এ বছরে ভাড়া এখনও পর্যন্ত একই রাখা হয়েছে।"
বাবুঘাট থেকে লট নম্বর 8 পর্যন্ত যে বাস যাচ্ছে তার যাত্রী ভাড়া হল 60 টাকা, বাবুঘাট থেকে নামখান পর্যন্ত যে বাসগুলি যাচ্ছে তার ভাড়া 70 টাকা, দ্বীপের ভেতরে চিমাগুড়ি থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া 20 টাকা ও কচুবেরিয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত 35 টাকা।