পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ganga Arati of BJP: গঙ্গা আরতি নিয়ে ধুন্ধুমার বাবুঘাটে, বাজেকদমতলায় যাওয়ার পথে আটক সুকান্ত - বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

বিজেপির গঙ্গা আরতির Ganga Arati of BJP) অনুষ্ঠান ঘিরে সকাল থেকে সরগরম বঙ্গ রাজনীতি ৷ কলকাতা পুলিশ (Kolkata Police) অনুমতি দেয়নি অনুষ্ঠানের ৷ যদিও সন্ধ্যায় বাবুঘাটে গঙ্গা আরতি করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ পরে তাঁকে আটক করে পুলিশ ৷

Ganga Arati of BJP
Ganga Arati of BJP

By

Published : Jan 10, 2023, 7:59 PM IST

Updated : Jan 10, 2023, 9:19 PM IST

গঙ্গা আরতি নিয়ে বাবুঘাটে ধুন্ধুমার

কলকাতা, 10 জানুয়ারি: গঙ্গা আরতি নিয়ে দিনভর ধুন্ধুমার বাঁধল কলকাতায় (Ganga Arati of BJP) ৷ পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও সকালে এই নিয়ে কলকাতা পৌরনিগমের (KMC) বিজেপি কাউন্সিলর সজল ঘোষের (BJP Leader Sajal Ghosh) সঙ্গে ঝামেলা বাঁধে পুলিশের ৷ পরে তাঁকে গ্রেফতারও করে পুলিশ ৷ সন্ধেয় এই নিয়ে আরেক দফা গোলমাল হয় ৷ পুলিশের আপত্তি উড়িয়ে বাবুঘাটে হাজির হন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ সেখান থেকে বাজেকদমতলা ঘাটের দিকে যাওয়ার পথে তিনি পথ অবরোধ করেন ৷ পুলিশ তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মকর সংক্রান্তি উপলক্ষে বাবুঘাটের বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতির কর্মসূচি নেয় বিজেপি ৷ তবে তাতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ (Kolkata Police) । তা সত্ত্বেও এই কর্মসূচি উপলক্ষে বাবুঘাটে বিজেপির তরফে মঞ্চ তৈরি করা হয় ৷ মঙ্গলবার সকালে সেখানে পরিদর্শনে যান সজল ঘোষ ৷ সেই সময়ই তাঁর সঙ্গে গোলমাল বাঁধে পুলিশের৷ তখনই তাঁকে গ্রেফতার করা হয় ৷

তার পর সন্ধ্যায় বাবুঘাটে হাজির হন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ সেই নিয়ে আরেক দফা ব্যাপক গোলমাল হয় ৷ তিনি গঙ্গা আরতি করেন ৷ গঙ্গা পুজোও করেন ৷ তার পর গাড়ি ছেড়ে তিনি এগিয়ে যান বাজেকদমতলা ঘাটের দিকে ৷

বিজেপির অভিযোগ, মাঝপথে তাঁকে আটকে দেওয়া হয় ৷ তখন প্রিজন ভ্যানের সামনে বসে পড়েন সুকান্ত ৷ প্রায় 20 মিনিট তিনি সেখানে বসেছিলেন ৷ তাঁর প্রশ্ন, গঙ্গা পুজো করতে আসা বিজেপি কর্মীদের কেন আটকানো হচ্ছে ? এরপর কলকাতা পুলিশের তরফে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, এই কর্মসূচি রাজ্য বিজেপির নমামি গঙ্গে শাখার উদ্যোগে নেওয়া হয় ৷ যেহেতু সংশ্লিষ্ট এলাকা সেনার অধীনে ৷ তাই সেনার তরফে অনুমতি দেওয়া হয় ৷ কিন্তু পুলিশ অনুমতি দেয়নি ৷ গঙ্গা আরতির অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়ে কলকাতা পুলিশের তরফে বিজেপিকে চিঠি দিয়েও জানানো হয় সোমবার ।

পুলিশের তরফে জানানো হয়, গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে ইতিমধ্যেই অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থীদের সমাগম শুরু হয়েছে । মকর সংক্রান্তি উপলক্ষে সেই ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে । তাই বাবুঘাটে বিজেপির গঙ্গা পুজোর আয়োজন করা হলে বাড়তি মানুষের ভিড় হতে পারে ৷ যার জেরে গঙ্গাসাগর উপলক্ষে আসা পুণ্যার্থীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হতে পারে । সেই কারণই অনুমতি দেওয়া হয়নি৷ তাছাড়া অনুমতি না দেওয়া নিয়ে জি20 সংক্রান্ত বৈঠকের কথা উল্লেখ করা হয় ৷

আরও পড়ুন:পুলিশি বাধাকে টেক্কা ! বাবুঘাটে নমামি গঙ্গের অনুষ্ঠান হবেই, জানালেন সুকান্ত মজুমদার

Last Updated : Jan 10, 2023, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details