কলকাতা, 18 সেপ্টেম্বর : বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র যোগদান আসলে চমকের শুরু । এখনও অনেক চমক বাকি রয়েছে । শনিবার লক্ষ্মীনারায়ণ মন্দিরের নিচের অডিটোরিয়ামে ভবানীপুরের হিন্দি ভাষাভাষী মানুষের সঙ্গে আলাপচারিতার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
এদিন অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির তারকা সাংসদ বাবুল সুপ্রিয় । সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেকের উত্তর, খেলা তো সবে শুরু ৷ আগামীতে আরও অনেক বড় চমক অপেক্ষা করছে ।
এদিন দিনভর বাবুলকে নিয়ে আলোচনার মাঝেই ভবানীপুরের অবাঙালি ভোটারদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন অভিষেক । মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে নেমেই মানুষের মন জয় করলেন ডায়মন্ড হারবারের সাংসদ । এই বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো দলের প্রথম সারির নেতারা । সেখানেই উপস্থিত হিন্দিভাষী মানুষদের উদ্দেশ্যে অভিষেক বলেন, আগামীতে ভারতবর্ষের বুনিয়াদ গঠনের কথা মাথায় রেখেই আগামী 30 তারিখ যেন তাঁরা ভোট দিতে যান । তিনি বলেন, এই মুহূর্তে যারা দেশের শাসক তারা দেশটাকে বেচে দিতে চাইছে । দেশের উন্নয়নের ভাবনা ছেড়ে তারা বিভাজনে ব্যস্ত ।
আরও পড়ুন,Babul Supriyo : মোদির ‘পছন্দের’ বাবুল রাজ্যসভায় নাকি রাজ্য মন্ত্রিসভায় ? জল্পনা তুঙ্গে
অভিষেক বলেন, ছোটবেলা থেকেই তিনি একজন পইতে পরিহিত ব্রাহ্মণ । তাঁর অন্তত বিজেপির কাছ থেকে হিন্দুত্বের শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই । তিনি বলেন, বিজেপি এরাজ্যে ধর্মের নাম করে বিভাজন তৈরির চেষ্টা করেছে । বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ বিজেপির এই রাজনীতিকে ছুড়ে ফেলে দিয়েছে । বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে । ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে রাজ্যের সাধারণ মানুষের কাছে আরও একবার বিজেপিকে জবাব দেওয়ার সুযোগ এসেছে । বাংলার মানুষকে প্রমাণ করতে হবে তারা এই বিভাজনের রাজনীতিকে সমর্থন করে না ।