পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য তাপস পালের - mamata banerjee at tapas paul funeral

কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছেছে তাপস পালের মরদেহ । রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ।

ছবি
ছবি

By

Published : Feb 19, 2020, 10:54 AM IST

Updated : Feb 19, 2020, 4:27 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি :শেষযাত্রায় তাপস পাল । আজ সকালে গল্ফগ্রিনের বাড়ি থেকে মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিয়োতে । তারপর রবীন্দ্রসদনে শায়িত রাখা হয় তাপস পালের মরদেহ । সেখানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন তৃণমূল নেতা। উপস্থিত ছিলেন টলিউডের কলা-কুশলীরা । এরপর সেখান থেকে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া দেহ । সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়।

গল্ফগ্রিনের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে মরদেহ

গতকাল রাত প্রায় 9টা নাগাদ মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় তাপস পালের কফিনবন্দি দেহ । বিমানে ছিলেন তাঁর স্ত্রী নন্দিনী পাল । তাপস পালকে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস । প্রিয় অভিনেতাকে শেষবার দেখতে কলকাতা বিমানবন্দরের বাইরে ভিড় জমেছিল অনুরাগীদের।

বাবার শেষযাত্রায় মেয়ে সোহিনী

গতকাল ভোররাত 3টে 51 মিনিটে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 61 বছর । 28 জানুয়ারি মুম্বইতে মেয়ের বাড়ি গিয়েছিলেন । ফেরার কথা ছিল 2 ফেব্রুয়ারি । কিন্তু 28 জানুয়ারির দিনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন । হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন । তারপর হাসপাতালে ভরতি হয়েছিলেন । সেই থেকে হাসপাতালেই ছিলেন । পরে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে । 6 ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয় তাপস পালকে । শেষমেশ গতকাল ভোররাতেই থেমে যায় কেদারের লড়াই।

টেকনিশিয়ান স্টুডিয়োর পথে তাপস পালের মরদেহ

তরুণ মজুমদারের হাত ধরে দাদার কীর্তি দিয়ে বাংলা চলচ্চিত্রে পথচলা শুরু । প্রথম সিনেমাতেই তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছিল । তারপর সাহেব, ভালোবাসা ভালোবাসা, গুরুদক্ষিণা, মঙ্গলদীপ একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন বাঙালি দর্শককে । সাহেবের জন্য 1981 সালে ফিল্মফেয়ার পুরস্কার । 1984 সালে হীরেন নাগের সিনেমা 'অবোধে'র হাত ধরে বলিউডে অভিষেক । বিপরীতে ছিলেন মাধুরী দীক্ষিত । 2001 সালে রাজনীতিতে পদার্পণ তাপস পালের । 2001-2006 ও 2006-2009, দু'দফায় আলিপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন । কৃষ্ণনগর থেকে দু'বারের তৃণমূল সাংসদ ছিলেন । কৃষ্ণনগরে দ্বিতীয় দফায় সাংসদ হওয়ার পর একাধিক বার বিতর্কে জড়িয়েছেন তিনি । নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে ‘ঘরে ছেলে ঢুকিয়ে’ দেওয়ার কথা বলে বিতর্কে জড়িয়ে পড়েন । ধীরে ধীরে দলের সঙ্গেও দূরত্ব বাড়তে থাকে । 2016 সালের ডিসেম্বরে রোজ়ভ্যালিকাণ্ডে গ্রেপ্তার হন তাপস । 13 মাস পর ছাড়া পেয়ে আর সেভাবে তাঁকে দলের কাজে দেখা যায়নি । দু-একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি করেছিলেন । আর সেলুলয়েডেও সেভাবে দেখা যায়নি তাঁকে ।

Last Updated : Feb 19, 2020, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details