কলকাতা, 21 নভেম্বর: শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত বিধানসভা (Bengal Assembly News)৷ নিয়োগ, গরু, কয়লা-সহ নানা দুর্নীতির পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিজেপির নয়া হাতিয়ার রাষ্ট্রপতিকে (Comment against President) নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (BJP Talks Tough On Akhil) মন্তব্য ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমা চাইলেও স্বয়ং অখিল গিরির (Akhil Giri) কোনও অনুতাপ নেই ৷ তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক ৷ এই নিয়ে আন্দোলন যে এখনই থামছে না, তা বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা ৷
তিনি এ দিন বলেন, "আজ আমরা চেয়েছিলাম, প্রশ্নোত্তর পর্বের পর মন্ত্রীরা উত্তর দিন ৷ আজ দ্রৌপদী মুর্মুর দিন ৷ আমরা পাঞ্চি পরে এসেছি ৷ আজ পুরো দিন রাষ্ট্রপতির জন্য লড়ব ৷ যে অবৈধ বিল এনেছে সরকার, তাতে বিজেপি ততক্ষণ পর্যন্ত অংশগ্রহণ করবে না, যতক্ষণ না মনোজ টিগ্গা বা মনোজ ওঁরাওকে আমাদের প্রস্তাব পড়তে দেওয়া হচ্ছে ৷ আজকের দিন জনজাতিদের দিন ৷ জনজাতিদের রূপ, রং, বর্ণ, চেহারার গঠন নিয়ে যে অশ্লীল ও কুৎসিত ভাষায় দু বার রাষ্ট্রমন্ত্রী বলেছেন, যাঁকে মুখ্যমন্ত্রী আড়াল করছেন, তার প্রতিবাদ হোক ৷ আমাদের দাবি, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে অখিল গিরিকে ৷"
আরও পড়ুন:বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, রাষ্ট্রপতিকে কুবাক্য নিয়ে হট্টগোল বিধানসভায়