কলকাতা, 8 নভেম্বর: চলতি বছর অর্থাৎ 2022 সালের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ 8 নভেম্বর বিকাল 4.55 মিনিট থেকে । ভারতীয় সময় বিকেল 4.52 মিনিটে এই গ্রহণ শুরু হবে । আর শেষ হবে সন্ধে 7.26 মিনিটে । অর্থাৎ 2 ঘণ্টা 34 মিনিট ধরে চলবে গ্রহণ । শিলিগুড়িতে বিকেল 4.49 মিনিট থেকেই শিলিগুড়ি থেকে গ্রহণ দেখা যাবে । চলবে প্রায় 2 ঘণ্টা 41 মিনিট ধরে (Full Blood Moon visible from Kolkata and other cities)।
তিনবছর পর 2025 সালের 14 মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে । মহাজাগতিক এই ঘটনাকে ব্লাড মুন (Blood Moon)-ও বলা হচ্ছে । কারণ ওইদিন চাঁদের রঙ থাকবে লালচে আভা যুক্ত । পৃথিবীর ছায়াযুক্ত অঞ্চলের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকা দিয়ে অগ্রসর হবে চাঁদ । আর সেই সময়েই তার রঙে লালচে দেখা যাবে ।
গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে । তবে আংশিক দেখা যাবে আইসল্যান্ড, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং রাশিয়া থেকেও । ভারতে গ্রহণের সময় শুরু দুপুর 2.39 মিনিট থেকে । তবে ভারত থেকে আংশিক চন্দ্রগ্রহণ স্পষ্ট করে দেখার সম্ভাবনা আছে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছ'টার মধ্যে । কলকাতা, কোহিমা, আগরতলা, গুয়াহাটি থেকেও এই গ্রহণ খুবই ভালোভাবে দেখা যাবে বলে জানা গিয়েছে ।