পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোমবার থেকে পেট্রোপণ্যে 1 টাকা ছাড় রাজ্যবাসীর - Fuel price in West Bengal

রাজ্যের হাতে থাকা সেস থেকে এক শতাংশ ছাড় দিয়ে সাধারণ মানুষকে এই সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অমিত মিত্র ।

Fuel price decreases 1 rupee
প্রতীকী ছবি

By

Published : Feb 21, 2021, 5:34 PM IST

Updated : Feb 22, 2021, 6:55 AM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : প্রায় রোজই নিয়ম করে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম । ইতিমধ্যেই দেশের কয়েকটি জায়গায় তা সেঞ্চুরি পার করলেও কলকাতায় পেট্রল ডিজ়েলের মূল্য লিটারপ্রতি 100 টাকা ছুঁই ছুঁই । এমতাবস্থায় সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ী সকলেরই চিন্তা বাড়ছে । রাজ্যবাসীকে এই উদ্বেগের মধ্যে তাদের কিছুটা হলেও স্বস্তি দিল রাজ্য সরকার ।

রবিবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করলেন সোমবার থেকে পেট্রল এবং ডিজ়েল উভয়ের ক্ষেত্রেই লিটারপিছু এক টাকা করে ছাড় দেবে রাজ্য সরকার । মূলত রাজ্যের হাতে থাকা সেস থেকে এক শতাংশ ছাড় দিয়ে সাধারণ মানুষকে এই সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।

এদিন অমিত মিত্র স্পষ্ট ভাষায় বলেন, "এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্যের পাওনা প্রায় 77 হাজার কোটি টাকা । সরকার চালাতে রীতিমত নাভিশ্বাস উঠছে । তারপরেও রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন ।" তিনি আরও জানান, "আগেও যখন পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছিল, তখন রাজ্যের সেস থেকে এক টাকা ছাড় দিয়েছিল রাজ্য সরকার । আরও একবার এক সিদ্ধান্ত নেওয়া হল ।"

আরও পড়ুন : ভারতে প্রথমবার, রাজস্থানে ‘সেঞ্চুরি’ করল পেট্রল

আজ ভার্চুয়াল সভাতেও অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে একহাত নেন । কারণ, তিনি রাজ্যগুলিকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পদক্ষেপ করার জন্য আরজি জানিয়েছিলেন । অমিত মিত্রের কথায়, পেট্রল এবং ডিজ়েলের কেন্দ্র উভয় ক্ষেত্রে 32 টাকা এবং 36 টাকার মতো সেস পায় । মানুষকে স্বস্তি দেওয়ার ইচ্ছা থাকলে কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওই সেস থেকে ছাড় দিচ্ছেন না, সেই প্রশ্নও তোলেন তিনি । অমিত মিত্র বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মানবিক তাই মানুষের অসুবিধার কথা ভেবে তিনি এক টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

Last Updated : Feb 22, 2021, 6:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details