পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Waterlogging in Kolkata : রাত থেকে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, জলের তলায় মহানগরী, বিপর্যস্ত জনজীবন

সল্টলেক ও তথ্য প্রযুক্তির হাব সেক্টর ফাইভের রাস্তা এখন জলের তলায় । লাগাতার বৃষ্টির জেরে নদীর রূপ নিয়েছে শহরের রাস্তা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টা কলকাতা শহরে টানা বৃষ্টি চলবে ।

Waterlogging in Kolkata
Waterlogging in Kolkata

By

Published : Sep 20, 2021, 1:27 PM IST

Updated : Sep 20, 2021, 3:34 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : অবিরাম বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । রবিবার রাতে থেকে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি ৷ সোমবার ভোর থেকে বৃষ্টির দাপট আরও বেড়েছে ৷ সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও বর্ষণের বিশ্রাম নেই ৷ আর তাতেই ভাসছে তিলোত্তমা ৷ উত্তর থেকে দক্ষিণের পথঘাট জলে থইথই ৷ টানা বৃষ্টি আর জমা জলে সপ্তাহের প্রথমদিনেই চরম দুর্ভোগে শহরবাসী ৷ দক্ষিণ কলকাতার আলিপুর, খিদিরপুর, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, রাসবিহারী, সন্তোষপুর অ্যাভিনিউ, যাদবপুর, মুকুন্দপুর বাইপাস, তারাতলা থেকে বেহালার বিস্তীর্ণ এলাকা জলের তলায় । জলমগ্ন হয়ে পড়েছে উত্তর কলকাতার পাতিপুকুর, উল্টোডাঙ্গা, ঠনঠনিয়া কালীবাড়ি, মুক্তারাম বাবু স্ট্রিট, এমজি রোড, বউবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ, নারকেলডাঙ্গা আন্ডারপাস, মল্লিক বাজার ৷ জল জমেছে পার্ক সার্কাস, থিয়েটার রোড, বাগুইআটি, কেষ্টপুরেও ।

সল্টলেক ও তথ্য প্রযুক্তির হাব সেক্টর ফাইভের রাস্তা এখন জলের তলায় । লাগাতার বৃষ্টির জেরে নদীর রূপ নিয়েছে শহরের রাস্তা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টা কলকাতা শহরে টানা বৃষ্টি চলবে । দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে । আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস । গত 24 ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে 117.2 মিলিমিটার । কলকাতায় জলীয়বাষ্পের পরিমাণ 99 শতাংশ । এছাড়া উত্তরবঙ্গেও আগামী 24 ঘণ্টা বৃষ্টিপাত চলবে । উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ।

জল জমায় দুর্ভোগে মানুষ

আরও পড়ুন :Weather Report : রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বাড়বে বৃষ্টি

জল জমেছে এয়ারপোর্ট, রাজারহাট, নিউটাউন, লেকটাউন, কৈখালী, ভিআইপি রোড সংলগ্ন হলদিরাম, চিনার পার্ক সহ বিস্তীর্ণ এলাকায় ৷ ভারী বৃষ্টির ফলে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামায় দেরি হয়েছে । বিমান ওঠানামার জায়গাতে জল জমে যাওয়ার বিপাকে পড়েছেন বিমানন্দরের কর্মীরা ৷ এছাড়া নিউটাউন থেকে হলদিরামের দিকে যাওয়া রাস্তা এবং ভিআইপি রোডের হলদিরাম থেকে নিউটাউন, চিনার পার্কের দিকে আসার রাস্তা পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে ৷

রাত থেকে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, জলের তলায় মহানগরী, বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির জেরে হাওড়া শহরের একাধিক এলাকা জলের তলায় । হাওড়া থেকে ট্রেন চলাচল বাতিল না হলেও পরিস্থিতির উপরে রেলের নজরদারি রয়েছে । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, টিকিয়াপাড়া কারশেডে জল জমেছে । জবলপুর এক্সপ্রেস ছাড়ার সময় পরিবর্তন করা হচ্ছে ৷ অন্যদিকে সার্কুলার রেল পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে । দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারি নীরাজ কুমার জানিয়েছেন, বৃষ্টির কারণে এখনও দক্ষিণ-পূর্ব রেলের কোনওরকম ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি । যদিও সময় বাড়লে যদি রেলের ট্র্যাকের উপরে জল জমে যায় তাহলে ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে ।

কোথায় কত পরিমাণ বৃষ্টিপাত ?

গতকাল থেকে এখনও পর্যন্ত মানিকতলায় 81 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ এছাড়া বীরপাড়ায় 87 মিলিমিটার, বেলগাছিয়ায় 83 মিলিমিটার, ধাপায় 127 মিলিমিটার, তপসিয়ায় 103 মিলিমিটার, উল্টোডাঙ্গায় 109 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ বাকি এলাকায় বৃষ্টির পরিমাণ হল- পামার বাজারে 100 মিলিমিটার, ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় 180 মিলিমিটার, বালিগঞ্জে 101 মিলিমিটার, মোমিনপুরে 100 মিমি, চেতলায় 93 মিমি, যোধপুর পার্কে 95 মিলিমিটার, কালীঘাট 107 মিলিমিটার, গড়িয়ায় 66 মিলিমিটার, পাতিপুকুরে 77 মিলিমিটার, জিনজিরা বাজারে 66 মিলিমিটার এবং বেহালায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন :Chamoli Cloudburst : চামোলিতে ফের মেঘ ভাঙা বৃষ্টি, বিপর্যয়ের ছবি সর্বত্র

Last Updated : Sep 20, 2021, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details