কলকাতা, 20 ডিসেম্বর: সোমবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে ফুল মেলা । চলবে বৃহস্পতিবার পর্যন্ত । সেখানেআমন্ত্রণ জানানো হল না রাজ্যপাল জগদীপ ধনকড়কে । রাজ্য সরকারের সঙ্গে তিক্ততার জেরেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।
সোমবার থেকে বিধানসভায় ফুল মেলা , আমন্ত্রণ পেলেন না রাজ্যপাল - latest news of jgadeep dhankar
সোমবার থেকে বিধানসভায় শুরু হচ্ছে ফুল মেলা ৷ কিন্তু আমন্ত্রণ পাননি রাজ্যপাল জগদীপ ধনকড়৷
বিধানসভার প্রোটোকল অনুযায়ী অধ্যক্ষই ফুল মেলার উদ্বোধন করেন । কিন্তু সৌজন্যবশত রাজ্যপালকে সেখানে আমন্ত্রণ জানানো হয় ।গত দু'বছর বিধানসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন রাজ্যপাল । কিন্তু, এবার বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানানো হয়নি । কিন্তু, কেন ? অনেকের মতে, একাধিক ইশুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ানোর জন্যই আমন্ত্রণ পাননি রাজ্যপাল।
২০১৭ সালে ফুল মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সে বছরও প্রধান অতিথি ছিলেন তৎকালীন রাজ্যপাল । কিন্তু, এবার তার অন্যথা হতে চলেছে । কয়েকদিন আগেই বিধানসভার অধ্যক্ষ অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দু'টি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন রাজ্যপাল। দু'দিন স্থগিত রাখা হয় বিধানসভার অধিবেশনও। এরপর প্রথমদিন বিধানসভা পরিদর্শনে গেলেও রাজ্যপালের জন্য নির্দিষ্ট গেট খোলা ছিল না । ফলে সাধারণ গেট দিয়ে বিধানসভায় ঢুকতে হয় তাঁকে । রাজ্যপালকে স্বাগত জানাতে ছিলেন না অধ্যক্ষও । ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল । আর এর মাঝেই ফুল মেলায় আমন্ত্রণ জানানো হল না তাঁকে ।