কলকাতা, 18 জুন : সোমবার থেকে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ আপ ও ডাউন মিলিয়ে সারাদিনে মোট 40টি মেট্রো চলবে ৷ তবে আগের মতোই শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা তাঁদের পরিচয়পত্র দেখিয়ে মেট্রোতে উঠতে পারবেন ৷
21 জুন থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষের মধ্যে সকাল 9 টা থেকে বেলা 11 টা 45 মিনিট পর্যন্ত ও বেলা 3 টে 45 মিনিট থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত মেট্রো চলাচল করবে ৷ দুটি মেট্রোর মধ্যে 15 মিনিটের ব্যবধান থাকবে ৷ তবে এই পরিষেবা মিলবে সোমবার থেকে শনিবার পর্যন্ত ৷
স্বাস্থ্যকর্মী, পশু চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীরা, আইন-শৃঙ্খলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, ব্যাঙ্ক কর্মী, সংশোধনাগার, বিদ্যুৎ, পানীয় জল পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা , টেলিকমিউনিকেশন-এর সঙ্গে যুক্ত কর্মীরা, দমকল, বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত কর্মীরা, স্যানিটাইজ়েশনের সঙ্গে যুক্ত কর্মীরা, সংবাদ মাধ্যমের কর্মীরা তাঁদের পরিচয়পত্র দেখিয়ে মেট্রোয় উঠতে পারবেন ৷ তবে টোকেন নয়, স্মার্টকার্ড ব্যবহার করেই মেট্রোতে যাতায়াত করা যাবে ৷
আরও পড়ুন :Mahua Moitra : "আঙ্কেলজি দেখা করলেন দাদুর সঙ্গে", মহুয়ার নয়া টুইট-ব্যঙ্গ
প্রসঙ্গত, গত পরশুদিন থেকে অর্থাৎ 16 জুন থেকে রাজ্যে কোভিড প্রোটোকল মাখায় রেখে একাধিক বিধিনিষেধে ছাড় দিয়েছে রাজ্য ৷ সরকারি অফিসগুলি 50 শতাংশ ও বেসরকারি অফিসগুলি 25 শতাংশ কর্মী নিয়ে চালু হয়েছে ৷ এরপরই মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ ৷