শিয়ালদা, ২০ অগাস্ট : চেনা শিয়ালদা স্টেশন এবার নতুন রূপে ৷ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু আধুনিকীকরণ নয়, আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে এই স্টেশনকে ৷ ইতিমধ্যেই VIP লাউঞ্জ, এগজ়িকিউটিভ লাউঞ্জ, রেস্ট রুম ও ডরমেটরি পরিষেবা চালু হয়েছে । এরই সঙ্গে ব্যাঙ্কিং ই-লবি, স্পা ও সেলুন, ব্র্যান্ড প্রোমোশন শোকেস এই ধরনের আরও নানা পরিষেবা দিয়ে শিয়ালদা স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে তারা ।
সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেন, দেশের প্রায় 21টি রেল স্টেশনে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে । এক্ষেত্রে পিছিয়ে নেই হাওড়া বা শিয়ালদা ৷ বর্তমানে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের যাত্রীরা বিনামূল্যেই ওয়াইফাই ব্যবহার করতে পারেন । তৈরি হবে সেলফি জ়োনও ৷ ইতিমধ্যেই স্টেশন চত্বরের নানা জায়গায় চলছে সংস্কারের কাজ ৷ তবে সমস্ত ক্ষেত্রে যাত্রী স্বাচ্ছন্দ্যের এবং রেলের আয়ের দিকটাও মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷
এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, "শিয়ালদা স্টেশন নিয়ে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে যা খুব দ্রুতই রূপায়ন করার চেষ্টা করা হচ্ছে । সংস্কারের কাজও শুরু হয়ে গেছে । পুজোর আগেই স্টেশন চত্বরে একটি নামী ফুড চেইনের আউটলেট খোলার কথা রয়েছে । ফুড আউটলেটটির সঙ্গে থাকবে একটি মিনি প্রোডাকশন ইউনিট ৷ খাবারের উপর থাকবে বিশেষ ছাড় । যাত্রী স্বাচ্ছন্দ্যের সরঞ্জামও থাকবে স্টেশনে । স্টেশনের নিচের তলা ও অন্যান্য প্ল্যাটফর্মে রেলের যে অফিসগুলি রয়েছে সেগুলি তিন তলায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে ৷ এক্ষেত্রে, একটি নতুন বিল্ডিং তৈরি করা হবে যেখানে সরানো হতে পারে রেলের অফিসগুলি । তৈরি করা হবে একটি ব্যাংঙ্কিং ই-লবি, যেখানে যাত্রীরা পাসবুক আপডেট থেকে শুরু করে টাকা তোলা ও টাকা জমা দেওয়া সবকিছুই করতে পারবেন । স্টেশনের কাছাকাছি এই ধরনের পরিষেবা নেই, তাই নিঃসন্দেহে যাত্রীরা এতে বিশেষভাবে উপকৃত হবেন ।"
তিনি আরও বলেন, "স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরের পিলারগুলিকেও ব্যবহার করা হবে । পিলারগুলির গায়ে ব্র্যান্ড প্রোমোশন শোকেস বসানো হবে যেখানে নানা ব্র্যান্ডের বিজ্ঞাপন দেওয়া থাকবে । ইতিমধ্যেই স্টেশন চত্বরে বসানো হচ্ছে CCTV, ডোর ফ্রেমড মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানার সহ অন্যান্য নিরাপত্তার সরঞ্জাম । স্টেশন চত্বর ও প্ল্যাটফর্মজুড়ে লাগানো হবে 250টি CCTV ।
দেশের অন্যতম স্টেশন শিয়ালদা ৷ প্রতিদিন এই স্টেশন দিয়ে লক্ষাধিক মানুষ যাতায়াত করে৷ তাই নিরাপত্তার বিষয়টিকেও সুনিশ্চিত করা হচ্ছে ৷ পাশাপাশি 4A ও 9B প্ল্যাটফর্মের সংস্কার করা হচ্ছে, যাতে 12 বগির ট্রেন ও মেল ট্রেন ঢুকতে পারে ।