পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

1 এপ্রিল থেকে বৃ্ৃদ্ধাশ্রমের প্রবীণদের করোনা টিকা দেবে কলকাতা পৌরনিগম - কলকাতা পৌরনিগম

এই ভ্যাকসিন সেন্টারগুলিতে 115 থেকে 130 জনের টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা পৌরনিগম । ইতিমধ্যেই 5000 মানুষের টিকাকরণ করেছে পৌরনিগম ।

corona vaccine
corona vaccine

By

Published : Mar 29, 2021, 2:31 PM IST

কলকাতা, 29 মার্চ : 45 বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের সঙ্গে এবার বৃদ্ধাশ্রমের প্রবীণ নাগরিকদের করোনার ভ্যাকসিন দেবে কলকাতা পৌরনিগম । আরও বেশি সংখ্যায় টিকাকরণের জন্য পয়লা এপ্রিল থেকে করোনা ভ্যাকসিনের সেন্টারের সংখ্যা আরও বাড়তে চলেছে পৌরনিগম । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, 45 বছরের উর্ধ্বে থাকা সকলকেই করোনা ভ্যাকসিন দেওয়া হবে । সেইমতো কলকাতা পৌরনিগম 1 এপ্রিল থেকে 45 বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে টিকা দেওয়ার কাজ শুরু করেছে । কলকাতা পৌরনিগমের 69টি স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকাকরণ করা হবে । আরও 11টি সেন্টার থেকে টিকাকরণ হবে। মোট 80টি স্বাস্থ্য কেন্দ্র থেকে কলকাতা পৌরনিগম টিকাকরণ শুরু করতে চলেছে ।

এই ভ্যাকসিন সেন্টারগুলিতে 115 থেকে 130 জনের টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা পৌরনিগম । ইতিমধ্যেই 5000 মানুষের টিকাকরণ করেছে পৌরনিগম । আগামী মাসে দশ হাজার মানুষকে টিকা দেওয়া হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে । সেইসঙ্গে কলকাতা পৌরনিগম স্থির করেছে শহর জুড়ে বৃদ্ধাশ্রমগুলিতে প্রবীণ নাগরিকদের করোনার টিকাকরণ করার । নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তাদের টিকা দেওয়া হবে । সেইমতো শহরের সবকটি বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : করোনা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে ফের প্রচার অভিযানে কলকাতা পৌরনিগম

এতদিন পর্যন্ত 60 বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের করোনা ভ্যাকসিন দিয়েছিল কলকাতা পৌরনিগম । 45 বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তিদের কো মর্বিডিটি আছে তাদের ভ্যাকসিন দেওয়া হয় । এবার থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ 1 এপ্রিল থেকে 45 বছরের ঊর্ধ্বে সকলকে করোনার টিকা দেওয়া হবে ৷ কো মর্বিডিটি না থাকলেও টিকাকরণ করা হবে । সেইমতো প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরনিগম । একদিকে যেমন সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে । সেই সঙ্গে সেন্টারগুলো থেকে যাতে টিকাকরণের সংখ্যা বাড়ানো যায় সেই চেষ্টা করছে কলকাতা পৌরনিগম ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details