পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফ্রি ওয়াইফাই-এর নতুন ঠিকানা কলকাতার মেট্রো - ফ্রি ওয়াইফাই

ইতিমধ্যে কবি সুভাষ, কবি নজরুল, নেতাজি ভবন, গীতাঞ্জলি, শহিদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, মহানায়ক উত্তম কুমার, কবি নজরুল মেট্রো স্টেশনে এই ওয়াইফাই পরিষেবা চালু হয়ে গেছে ৷ পুজোর মধ্যে কলকাতা মেট্রোর 24 স্টেশনেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে সূত্রের খবর ৷

কলকাতার মেট্রো

By

Published : Aug 31, 2019, 5:44 PM IST

কলকাতা, 31 অগাস্ট : কলকাতার মেট্রো স্টেশনগুলিতে চালু হল ফ্রি ওয়াইফাই পরিষেবা ৷ ইতিমধ্যে কবি সুভাষ, কবি নজরুল, নেতাজি ভবন, গীতাঞ্জলি, শহিদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, মহানায়ক উত্তম কুমার, কবি নজরুল মেট্রো স্টেশনে এই পরিষেবা চালু হয়ে গেছে ৷ পুজোর মধ্যে কলকাতা মেট্রোর বাকি স্টেশনগুলিতেও এই পরিষেবা চালু হবে বলে সূত্রের খবর ৷

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন,"সেপ্টেম্বরের শেষে সবকটি স্টেশনে চালু হয়ে যাবে এই পরিষেবা । ইন্টারনেট এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ । আমার আশা যাত্রীদের সুবিধা হবে এতে । মেট্রো স্টেশনে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করার জন্য যাত্রী নিজের মোবাইল নম্বর ইনপুট করলে সেই নম্বরে একটি OTP আসবে । সেই OTP ব্যবহার করেই বিনা খরচে ব্যবহার করা যাবে ইন্টারনেট ।"

এখন হাওড়া, শিয়ালদহ, সহ কয়েকটি স্টেশনে ফ্রি ওয়াইফাই চালু হয়েছে । মেট্রো স্টেশনগুলিতেও এবার এই পরিষেবা চালু হওয়ায় সুবিধা হবে যাত্রীদের ।

ABOUT THE AUTHOR

...view details