কলকাতা, 14 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা গোটা দেশে জারি রয়েছে লকডাউন । কাজ বন্ধ হয়েছে অনেকের । জমানো টাকা ও খাদ্য সামগ্রীও ফুরিয়েছে । দিন আনি দিন খাওয়া মানুষরা পড়েছেন সবচেয়ে সমস্যায় । লকডাউনের এই কঠিন সময়ে চাল, ডাল, গম, আলু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কমবেশি বিলি হচ্ছে প্রায় প্রত্যেক এলাকাতেই । নেতা, মন্ত্রী থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বা অনেক ব্যক্তিও দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলি করতে এগিয়ে এসেছেন । লকডাউনের ফলে মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে । ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম । এদিকে আবার গরম বাড়ছে, চড়ছে তাপমাত্রার পারদ । চুল-দাড়িও বাড়ছে । কিন্তু সেলুন তো বন্ধ । লকডাউনের ফলে পাড়ার মোড়ে নাপিত নেই । কিন্তু এই সমস্যা সমাধানে এখনও পর্যন্ত সেভাবে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি । সমস্যা সমাধানে এগিয়ে এলেন বাগবাজারের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।
সমস্যা খুব সাধারণ মনে হলেও নাজেহাল অবস্থা বহু মানুষের । গরম থেকে একটু রেহাই পেতে চুল-দাড়ি কাটার উপায় নেই কারণ সেলুন বন্ধ, রাস্তায় নাপিত নেই । এই সমস্যার কথাই মাথায় রেখে দাতব্য সেলুনের ব্যবস্থা করলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ ।