পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন, দাতব্য সেলুনের ব্যবস্থা কাউন্সিলরের

লকডাউনের কারণে বন্ধ সেলুন । চুল-দাড়ি কাটতে পারছেন না সাধারণ মানুষ । সমস্যা সমাধানে এগিয়ে এলেন বাগবাজারের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । চুল-দাড়ি কাটার জন্য দাতব্য সেলুন খোলা হয়েছে ।

saloon
দাতব্য সেলুন

By

Published : Apr 14, 2020, 5:06 PM IST

কলকাতা, 14 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে রাজ্য তথা গোটা দেশে জারি রয়েছে লকডাউন । কাজ বন্ধ হয়েছে অনেকের । জমানো টাকা ও খাদ্য সামগ্রীও ফুরিয়েছে । দিন আনি দিন খাওয়া মানুষরা পড়েছেন সবচেয়ে সমস্যায় । লকডাউনের এই কঠিন সময়ে চাল, ডাল, গম, আলু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কমবেশি বিলি হচ্ছে প্রায় প্রত্যেক এলাকাতেই । নেতা, মন্ত্রী থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বা অনেক ব্যক্তিও দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলি করতে এগিয়ে এসেছেন । লকডাউনের ফলে মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে । ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম । এদিকে আবার গরম বাড়ছে, চড়ছে তাপমাত্রার পারদ । চুল-দাড়িও বাড়ছে । কিন্তু সেলুন তো বন্ধ । লকডাউনের ফলে পাড়ার মোড়ে নাপিত নেই । কিন্তু এই সমস্যা সমাধানে এখনও পর্যন্ত সেভাবে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি । সমস্যা সমাধানে এগিয়ে এলেন বাগবাজারের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।

সমস্যা খুব সাধারণ মনে হলেও নাজেহাল অবস্থা বহু মানুষের । গরম থেকে একটু রেহাই পেতে চুল-দাড়ি কাটার উপায় নেই কারণ সেলুন বন্ধ, রাস্তায় নাপিত নেই । এই সমস্যার কথাই মাথায় রেখে দাতব্য সেলুনের ব্যবস্থা করলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ ।

কাউন্সিলর মানুষের সমস্যা সমাধানে একটি দাতব্য সেলুনের ব্যবস্থা করেছেন । যেখানে নিখরচায় এলাকার সাধারণ মানুষ এসে চুল-দাড়ি কাটতে পারবেন । আজ সকাল থেকেই বহু মানুষ এসে এই দাতব্য সেলুনে চুল-দাড়ি কেটেছেন । বাপি ঘোষ জানিয়েছেন, "সেলুন বন্ধ থাকায় এলাকার মানুষ খুব সমস্যায় পড়েছেন । তাই এই দাতব্য সেলুনের ব্যবস্থা করা হয়েছে । সেলুনে ব্যবহৃত যন্ত্রপাতি স্যানিটাইজ়ার দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে । সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চুল-দাড়ি কাটা হচ্ছে । ওই এলাকায় থাকা 175 জন ভবঘুরের চুল-দাড়ি কাটা হয়েছে আজ ।"

কোরোনা সংক্রমণের প্রকোপ যখন শহরে দেখা দেয়, তখনই কলকাতা পৌরনিগমের তরফে মেয়র ফিরহাদ হাকিম প্রত্যেক কাউন্সিলরকে নির্দেশ দিয়েছিলেন নিজের নিজের এলাকায় ভবঘুরেদের পৌরনিগমের কমিউনিটি সেন্টারে আশ্রয় দিতে হবে । সেই মতো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ এলাকার 175 জন ভবঘুরেকে ঐক্যতান কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা করে দেন । চার বেলার খাবার ও ওষুধের ব্যবস্থাও করা হয়েছে । ।

ABOUT THE AUTHOR

...view details