পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Free Eye Screening Camp: বিশ্ব অপ্টমেট্রি দিবসে মেট্রো স্টেশনে বিনামূল্যে চক্ষু পরীক্ষাশিবির

বিশ্ব অপ্টমেট্রি দিবসে বিনা মূল্যে চক্ষু পরীক্ষাশিবির মেট্রো স্টেশনে ৷ কলকাতা মেট্রোরেলওয়ের তরফ থেকে এই সুযোগ যাত্রীদের জন্য (World Optimist Day) ৷ আগামী 23 মার্চ থেকে এই সুযোগ পাবেন মেট্রোর যাত্রীরা (Free Eye Screening Camp) ৷

By

Published : Mar 17, 2022, 9:37 PM IST

Free Eye Screening Camp
বিশ্ব অপ্টমেট্রি দিবসে মেট্রো স্টেশনে বিনামূল্যে চক্ষু পরীক্ষাশিবির

কলকাতা, 17 মার্চ: কয়েকদিন আগেই মেট্রো যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ডায়াগনসিটিক কিয়ক্স চালু হয়েছে শহরের একাধিক মেট্রো স্টেশনে ৷ এবার মেট্রো স্টেশেন চালু হতে চলেছে বিনামূল্যে চক্ষু পরীক্ষাশিবির ৷ আগামী 23 মার্চ বিশ্ব অপ্টমেট্রি দিবস উপলক্ষ্যে এই পরিষেবা ৷ শহরের মেট্রো স্টেশনগুলিতে এই পরিষেবা চালু হবে (Free Eye Screening Camp)৷

মেট্রো রেল সূত্রে খবর, আগামী 23 মার্চ বিশ্ব অপ্টমেট্রি দিবস ৷ সেই উপলক্ষ্য়ে বেসরকারি সংস্থার উদ্যোগে এই চক্ষু পরীক্ষা শিবির ৷ কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার, রবীন্দ্র সদন ও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এই সুবিধা পাবেন যাত্রীরা ৷ এছাড়াও 30 মার্চ বেলা 11টা থেকে 1টার মধ্যে যাঁরা রেজিস্ট্রেশন করবেন, সেই রকম 200 জন যাত্রীকে বিনামূল্যে চশমা দেওয়া হবে (Eye Screening Camps In Metro Station)। এর আগেও মেট্রো কর্তৃপক্ষের তরফে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : সুরক্ষা সংক্রান্ত পরিদর্শন শেষ, এবার ছাড়পত্রের অপেক্ষায় শিয়ালদা মেট্রো স্টেশন

চক্ষু পরীক্ষার পাশপাশি বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার কিয়স্ক (World Optimist Day)৷ যেখানে খুব কম খরচে রক্ত পরীক্ষা-সহ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা করানো যাবে । পরীক্ষার রিপোর্ট মিলবে অনলাইনে।

ABOUT THE AUTHOR

...view details