কলকাতা, 13 মে : 1990 থেকে 2020 সালের মধ্যে যারা কাজ করেছেন, তাঁরা পেতে চলেছেন বিশেষ সুবিধা ! কেন্দ্রীয় শ্রমমন্ত্রক শ্রমিকদের এক লাখ কুড়ি হাজার টাকার সুবিধা দেবে । এমনই একটি মেসেজ পাঠানো হচ্ছে হোয়াটস অ্যাপ বা SMS-এর মাধ্যমে । তাতে বলা হচ্ছে একটি লিঙ্কে ক্লিক করতে । সাবধান । ওই লিঙ্কে ক্লিক করবেন না । এমনই জানাচ্ছে লালবাজার । কারণ এই মেসেজটি ভুয়ো । লিঙ্কের মাধ্যমে পাঠানো হচ্ছে ম্যালওয়ার ।
কোরোনা মোকাবিলায় দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী । মারণ রোগের মোকাবিলা এবং বিভিন্ন সামাজিক প্রকল্প চালিয়ে যেতে প্রয়োজন প্রচুর অর্থ । সেই সূত্রেই তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল । সেই তহবিলে অর্থ প্রদানের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী । প্রচুর মানুষ সেই তহবিলে অর্থ দান করছেন । আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আগেই প্রতারণায় নেমে পড়েছে একদল সাইবার প্রতারক । সোশাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভুয়ো UPI । কখনও আবার QR কোড । আর সেই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই । এই ধরনের মেসেজ সোশাল মিডিয়ায় ঘুরছে । সেই ফেক UPI-গুলি হল pmcare@ybi, pmcare@pnb, pmcare@upi, pmcare@yesbank , pmcare@icici, pmcare@sbi । ত্রাণ তহবিলের জন্য দেওয়া হয়েছে pmcares@sbi । লক্ষণীয় ফেক UPI-টির আসলের সঙ্গে পার্থক্য শুধু মাত্র S-এ । এবার আর্থিক প্যাকেজ ঘোষণার পরই নতুন কায়দায় নেমে পড়ল প্রতারকরা ।