পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আর্থিক প্যাকেজ ঘোষণার পরই প্রতারণার ফাঁদ সাইবার দুনিয়ায়

কেন্দ্রীয় শ্রমমন্ত্রক শ্রমিকদের এক লাখ কুড়ি হাজার টাকার সুবিধা দেবে । এমনই একটি মেসেজ পাঠানো হচ্ছে হোয়াটস অ্যাপ বা SMS-র মাধ‍্যমে । তবে লিঙ্ক বা মেসেজটি ফেক বলেই জানাচ্ছে লালবাজার । এমন কোনও লিঙ্কে ক্লিক না করার অনুরোধ গোয়েন্দাপ্রধানের ।

আর্থিক প্যাকেজ ঘোষণার পরই প্রতারণার ফাঁদ সাইবার দুনিয়ায়
আর্থিক প্যাকেজ ঘোষণার পরই প্রতারণার ফাঁদ সাইবার দুনিয়ায়

By

Published : May 13, 2020, 11:32 PM IST

কলকাতা, 13 মে : 1990 থেকে 2020 সালের মধ‍্যে যারা কাজ করেছেন, তাঁরা পেতে চলেছেন বিশেষ সুবিধা ! কেন্দ্রীয় শ্রমমন্ত্রক শ্রমিকদের এক লাখ কুড়ি হাজার টাকার সুবিধা দেবে । এমনই একটি মেসেজ পাঠানো হচ্ছে হোয়াটস অ্যাপ বা SMS-এর মাধ‍্যমে । তাতে বলা হচ্ছে একটি লিঙ্কে ক্লিক করতে । সাবধান । ওই লিঙ্কে ক্লিক করবেন না । এমনই জানাচ্ছে লালবাজার । কারণ এই মেসেজটি ভুয়ো । লিঙ্কের মাধ্যমে পাঠানো হচ্ছে ম‍্যালওয়ার ।

কোরোনা মোকাবিলায় দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী । মারণ রোগের মোকাবিলা এবং বিভিন্ন সামাজিক প্রকল্প চালিয়ে যেতে প্রয়োজন প্রচুর অর্থ । সেই সূত্রেই তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল । সেই তহবিলে অর্থ প্রদানের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী । প্রচুর মানুষ সেই তহবিলে অর্থ দান করছেন । আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আগেই প্রতারণায় নেমে পড়েছে একদল সাইবার প্রতারক । সোশাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভুয়ো UPI । কখনও আবার QR কোড । আর সেই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই । এই ধরনের মেসেজ সোশাল মিডিয়ায় ঘুরছে । সেই ফেক UPI-গুলি হল pmcare@ybi, pmcare@pnb, pmcare@upi, pmcare@yesbank , pmcare@icici, pmcare@sbi । ত্রাণ তহবিলের জন্য দেওয়া হয়েছে pmcares@sbi । লক্ষণীয় ফেক UPI-টির আসলের সঙ্গে পার্থক্য শুধু মাত্র S-এ । এবার আর্থিক প্যাকেজ ঘোষণার পরই নতুন কায়দায় নেমে পড়ল প্রতারকরা ।

এই ফেক মেসেজটিই ছড়াচ্ছে ফোনে ফোনে

জনধন অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নগদ টাকা । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, 52 হাজার কোটি টাকা সরাসরি দেওয়া হয়েছে সাধারণ মানুষকে । সঙ্গে দেওয়া হয়েছে 80 হাজার কোটি টাকার রেশন । 18 হাজার কোটি টাকা আয়কর রিফান্ড করা হয়েছে । 14 লাখ করদাতাকে এই টাকা রিফান্ড করা হয়েছে । জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত EPF-এ কিছুটা ছাড় দেওয়া হয়েছে । যাতে বেসরকারি কর্মচারীরা কিছু টাকা বেশি বেতন পান । তিন মাস কেন্দ্রের তরফে অনুদান দেওয়া হবে । আজ অর্থমন্ত্রীর ঘোষণায় সরাসরি মানুষের প্রাপ্তিযোগ এগুলোই । বাকিটা ক্ষুদ্র, ছোটো এবং মাঝারি শিল্পকে চাঙ্গা করতে নানা ধরনের ঘোষণা । তবে, সেখানে তিনি কোথাও শ্রমিক কিংবা চাকুরিজীবীদের জন্য 1 লাখ 20 হাজার টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেননি । অথচ মেসেজটিতে লেখা হয়েছে তেমনটাই ।

কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, "মেসেজটি ফেক । আমরা বারবার বলেছি অচেনা লিঙ্কে ক্লিক না করতে । অচেনা লিঙ্কের মাধ্যমে ফোনের দখল নিয়ে নেয় সাইবার প্রতারকরা । এই লিঙ্কটিতেও ক্লিক না করতে অনুরোধ করব সকলকে ।"

ABOUT THE AUTHOR

...view details