কলকাতা, 28 জুলাই : একের পর এক জালিয়াতির ঘটনা ঘটছে শহরের বুকে ৷ এবার জমির টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কন্ট্রাক্টরের কাছ থেকে 48 লাখ টাকা জালিয়াতি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । জানা গিয়েছে, নিজেকে বিধাননগর সিটি পুলিশের অতিরিক্ত নগরপাল ও উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়ে এই জালিয়াতি করে এক যুবক ৷
এই ঘটনার পর চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই কন্ট্রাক্টর । তদন্তে নেমে সুমন ভৌমিক নামে এক যুবককে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা । ধৃত সুমন বিধাননগর সিটি পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করত বলে জানা গিয়েছে ।