কলকাতা, 5 নভেম্বর : টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা । অন্তর্দেশীয় কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 4 জন। ধৃতদের নাম গুরদীপ সিং (এন্টালি), জাসিম আনোয়ার (হাওড়া), সন্তোষ কুমার যাদব (বেহালা) ও আব্রুজ আহমেদ (হাওড়া)। ধৃতদের গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সল্টলেকের সেক্টর ফাইভের অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
আন্তর্জাতিক কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ, সল্টলেকে গ্রেপ্তার 4 - 4 arrested from Salt Lake
সল্টলেকের সেক্টর ফাইভের অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
পুলিশ সূত্রে খবর , গতকাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগে বলা হয়, একটি আন্তর্জাতিক কল সেন্টার খুলে প্রতারণা করা হচ্ছে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে । মূলত UK, USA, অস্ট্রেলিয়াসহ 18টি দেশের মানুষের সঙ্গে এরা প্রতারণা করেছে । তারই ভিত্তিতে গতকাল সেক্টর ফাইভের EP ও GP ব্লকের ওই অফিসে হানা দেয় পুলিশ ।
এরা মূলত বিদেশিদের ডেটা সংগ্রহ করে তাদের কম্পিউটার ডার্ক ক্লাউড নামে একটি সফটওয়্যারের মাধ্যমে বিকল করে দেওয়া হত ৷ তাদের একটি ম্যাসেজ দিত যে, আপনার কম্পিউটারে সমস্যা হয়েছে। টেক সাপোর্টের জন্য যোগাযোগ করুন ৷ বিনিময়ে চার্জ হিসাবে 100 ডলার দিতে হবে । গেটওয়ের মাধ্যমে টাকা নেওয়া হত ।