কলকাতা, 4 অগাস্ট : ভুয়ো পরিচয় দিয়ে COVID পরীক্ষার নামে নেওয়া হচ্ছিল মোটা টাকা । ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম সৌমিত্র চৌধুরি(39) । আজ তিনটে নাগাদ মুকুন্দপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে যাদবপুর থানার পুলিশ ।
COVID পরীক্ষার নামে কলকাতায় সক্রিয় হয়েছে জালিয়াতি চক্র । দিন কয়েক আগেই নেতাজি নগর থানায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে । তারা ICMR-এর জাল ফর্ম নিয়ে নকল কোভিড টেস্টের সার্টিফিকেট দিচ্ছিল । আজ সামনে এল আরও একটি চক্র । পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটের একটি লিঙ্ক পেজ সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হচ্ছিল মেসেজ ।