পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

4 ও 5 সেপ্টেম্বর ইলেভেন-টুয়েলভের শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিং - Fourth phase counselling for class 11 and 12

4 ও 5 সেপ্টেম্বর ক্লাস ইলেভেন-টুয়েলভের শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিং হবে ৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল স্কুল সার্ভিস কমিশন ।

স্কুল সার্ভিস কমিশন

By

Published : Aug 31, 2019, 4:04 AM IST

কলকাতা, 31 অগাস্ট : অবশেষে হতে চলেছে ক্লাস ইলেভেন-টুয়েলভের সহকারী শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ দফার কাউন্সেলিং । 4 ও 5 সেপ্টেম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চতুর্থ দফার কাউন্সেলিং হবে । গতকাল বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্পনসর্ড হাই সেকেন্ডারি স্কুলগুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (1st SLST) 2016-র ভিত্তিতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চতুর্থ দফার ভেরিফিকেশন করা হবে । 4 ও 5 সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে হবে কাউন্সেলিং ।

2 সেপ্টেম্বর সন্ধ্যায় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com -এ এই চতুর্থ দফার কাউন্সেলিংয়ের শিডিউল দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে । একই দিনে শূন্যপদের বিস্তারিত তথ্যও ওয়েবসাইটে দেওয়া হবে । 2 সেপ্টেম্বর কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 14 সংখ্যার রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা ।

SSC-র বিজ্ঞপ্তি

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, "প্রায় 600 শূন্যপদ রয়েছে । 600-র দুটো কম বা দুটো বেশি হতে পারে । ইলেভেন-টুয়েলভের পর নাইন-টেনের ফোর্থ ফেজ়ের কাউন্সেলিং হবে । আগে ইলেভেন-টুয়েলভটা হোক ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details