কলকাতা, 31 মে:রাজ্য শুরু হল চার বছর ডিগ্রি কোর্স। এই বছর থেকেই চার বছরের অনার্স করতে পারবেন পড়ুয়ারা। বিজ্ঞপ্তি জারি করা হল উচ্চ শিক্ষা দফতর থেকে। নয়া জাতীয় শিক্ষানীতি মেনে চলতি বছেরই স্নাতকে চার বছরের পাঠক্রম চালু হবে কি না, সেজন্য গঠিত হয়েছিল 6 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি ৷ সেই কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরই উচ্চ শিক্ষা দফতর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ করোনাকালে দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে নয়া শিক্ষানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় সরকার।
মোদি সরকারে জাতীয় শিক্ষানীতি মেনেই শুরু হচ্ছে এই বছরের শিক্ষাবর্ষ। প্রায় 34 বছর পর শিক্ষাক্ষেত্রে আসছে নতুন নিয়ম। জাতীয় শিক্ষা নীতি নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছিল। অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই জারি করা হয়েছে এই জাতীয় শিক্ষানীতি। এই বছর রাজ্যে কী হবে, তা নিয়ে সংশয় উঠেছিল। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেই তাঁরা সিদ্ধান্তে আসবেন। বৈঠকের পর সিদ্ধান্ত জানায় শিক্ষা দফতর। জাতীয় শিক্ষানীতি আদৌ জারি করা সম্ভব কি না, তা নিয়ে রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। যে কমিটির মাথায় ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ৷