পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরে এটিএম কাউন্টার থেকে টাকা লুঠের ঘটনায় ধৃত চার

চারজনের মধ্যে দু‘জনকে ফতেপুর থেকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম, মনোজ গুপ্ত ও নবীন গুপ্ত । বাড়ি ফতেপুরে ।

শহরে এটিএম কাউন্টার থেকে টাকা লুঠের ঘটনায় ধৃত চার
শহরে এটিএম কাউন্টার থেকে টাকা লুঠের ঘটনায় ধৃত চার

By

Published : Jun 6, 2021, 5:12 PM IST

কলকাতা, 6 জুন :শহরে এটিএম কাউন্টার থেকে টাকা লুঠের ঘটনায় চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । দু‘জনকে ফতেপুর এবং বাকি দু‘জনকে এরাজ্য থেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা । তাদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর ।

জানা গিয়েছে, যে দু‘জনকে ফতেপুর থেকে গ্রেফতার করা তাদের নাম, মনোজ গুপ্ত ও নবীন গুপ্ত । পাশাপাশি এরাজ্য থেকেই বাকি দু‘জনকে গ্রেফতার করা হয়েছে । তাদের নাম, বিশ্বদ্বীপ রাউথ ও আবদুল সফিউল মণ্ডল । তাদের প্রত্যেককে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় তদন্ত চালাবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

আরও পড়ুন :‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ পন্থায় এটিএম লুট কলকাতায়

সম্প্রতি কলকাতার কাশীপুর, যাদবপুর, বেহালার একাধিক এটিএম কাউন্টার থেকে অভিনব কায়দায় টাকা লুঠের ঘটনা সামনে আসে । তা নিয়ে রীতিমতো নড়েচড়ে বসে লালাবাজারের গোয়েন্দা বিভাগ । তদন্তে নেমে জানা যায় এটি ফতেপুরের একটি বিশেষ দলের কাজ । লালবাজার সূত্রের খবর, ব্ল্যাক বক্স অ্যাট্যাকের মাধ্যমেই এই ঘটনা ঘটিয়েছে সাইবার দস্যুরা ।

ABOUT THE AUTHOR

...view details