কলকাতা, 14 জানুয়ারি : করোনা পরিস্থিতিতে চার পৌরনিগমের ভোট পিছনোর দাবি সরগরম ছিল রাজনৈতিক মহল ৷ রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই দাবি জানিয়েছিল রাজ্য বিজেপি ৷ ভোট পিছনোর পক্ষে সওয়াল করেন সিপিএম নেতারাও ৷ এমনকী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগামী দু'মাস পর্যন্ত সবরকম রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখার কথা বলেন ৷ এই পরিস্থিতিতে চার পৌরনিগমের ভোট পিছনোর প্রভূত সম্ভাবনা (four civic body polls may postpone for 2 weeks) ৷ খবর রাজ্য কমিশন সূত্রে ৷
আগামী 22 জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল পৌরনিগমে ভোট হওয়ার কথা রয়েছে (Bengal Civic poll 2022) । তবে করোনা পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মামলা করেন সমাজকর্মী বিমল ভট্টাচার্য ৷ মামলাকারীর বক্তব্য, রাজ্যে যখন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তখন এক থেকে দেড় মাসের জন্য চারটি পৌরনিগম নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত । পরিস্থিতির উন্নতি হলে ফের ভোট করা যাবে । আর রাজ্য নির্বাচন কমিশনকেই স্বতন্ত্র এবং স্বাধীনভাবে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ।
আরও পড়ুন : High Court On Bengal Civic poll 2022 : করোনার বাড়বাড়ন্তে পৌরভোট স্থগিত হবে কি, 48 ঘণ্টার মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ হাইকোর্টের
22 জানুয়ারির চার পৌরনিগমের নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজ্য নির্বাচন কমিশনকে আজই সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন 6 থেকে 7 সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কি না সেই বিষয়ে কমিশনকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছিল আদালত ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী 48 ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ৷ আদালতের নির্দেশের পরই রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷ আনুষ্ঠানিক ঘোষণা না-হলেও সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত 22 জানুয়ারি হচ্ছে না চার পৌরনিগমের নির্বাচন ৷
তবে রাজ্যের বকেয়া পৌরভোট কতদিন পিছোচ্ছে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি ৷ তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে দু সপ্তাহের জন্য পিছিয়ে যেতে পারে চার পৌরনিগমের নির্বাচন ৷ সেক্ষেত্রে আগামী 12 ফেব্রুয়ারি হতে পারে ভোট ।