কলকাতা, 1 জানুয়ারি : CAA বিরোধী আন্দোলনকে আরও উচ্চতায় নিয়ে গেল তৃণমূল কংগ্রেস । দলের প্রতিষ্ঠা দিবসকে নাগরিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা রাজ্যজুড়ে বুথে বুথে আজ নাগরিক দিবস পালনের নির্দেশ দিয়েছেন নেত্রী । তাঁর সেই নির্দেশ মেনে আজ সর্বত্র পালিত হচ্ছে বিশেষ এই দিনটি । সকালে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস তথা নাগরিক দিবস পালনের শুভ সূচনা করেছেন সাধারণ সম্পাদক সুব্রত বক্সি । এ ছাড়াও শহরে তৃণমূলের বিভিন্ন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে দিনটিকে বিশেষভাবে পালন করেন দলের সর্বস্তরের নেতা-নেত্রীরা । প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে CAA বিরোধী আন্দোলন জারি রাখার বার্তা দিলেন তাঁরা ।
কংগ্রেসে থেকে বেরিয়ে এসে 1998 সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা । এবারে 22 বছরের জন্মদিন । সকালে টুইট করে আজকের বিশেষ দিনে দলীয় কর্মীদের এবং রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো । দলের সদর কার্যালয় পতাকা উত্তোলন করে এই দিনটিকে পালন করলেন সাধারণ সম্পাদক সুব্রত বকশি । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, মণীশ গুপ্ত, শান্তনু সেন, দোলা সেন, ইদ্রিস আলি-সহ অন্যান্যরা ।