পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Buddhadeb Bhattacharjee Health Update: স্থিতিশীল বুদ্ধদেবের বাড়ি ফেরার দিন এখনও স্পষ্ট নয় - বুদ্ধদেব ভট্টাচার্য ভালো আছেন

কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য ? 29 জুলাই থেকে নিউ আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ এখন তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো ৷ তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন ৷ তবে তাঁকে ছুটি দেওয়া নিয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ETV Bharat
বুদ্ধদেব ভট্টাচার্য

By

Published : Aug 6, 2023, 3:52 PM IST

স্থিতিশীল বুদ্ধদেবের বাড়ি ফেরার দিন এখনও স্পষ্ট নয়

কলকাতা, 6 অগস্ট: শারীরিক অবস্থার উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ৷ ফুসফুসে সংক্রমণ নেই । রবিবার সকালে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি বুলেটিন প্রকাশ করে ৷ তাতে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানে সচেতন, স্থিতিশীল ৷ তাঁকে দেখতে আসা ব্যক্তি এবং চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন ৷ তাঁকে এখনও হাসপাতালে রাখা হবে, নাকি বাড়িতে ফিরতে পারবেন ? এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিনে কিছু জানায়নি ৷

29 জুলাই বিকেল নাগাদ তাঁকে সংকট অবস্থায় উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয় ৷ আজ এই হাসপাতালে তাঁর নবম দিন ৷ শনিবারই তাঁর অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হয়েছে ৷ 79 বছর বয়সি প্রবীণ বামনেতাকে তরল খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ৷ রাইস টিউব ছাড়াই যাতে তিনি স্বাভাবিক ভাবে খেতে পারেন, সেই চেষ্টা করছেন চিকিৎসকরা ৷

এখন তাঁকে বাড়ির বাইপ্যাপ মেশিনের সাহায্য নিতে হচ্ছে ৷ এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছেন ৷ তবে তা সারাক্ষণের জন্য নয় ৷ প্রয়োজন বুঝে চিকিৎসকরা তাঁকে কিছুক্ষণের জন্য ভেন্টিলেশন থেকে বের করছেন ৷ আগামিকাল, সোমবার তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড বৈঠক করবে ৷ তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হবে ৷ হাসপাতালে চিকিৎসার প্রথম দিকে বুদ্ধদেব ভট্টাচার্যকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় ৷ দু'টি ফুসফুসে সংক্রমণ ছিল ৷ তাই তাঁর অ্যান্টিবায়োটিকের ডোজ কোনওভাবে বাড়ানো যাচ্ছিল না ৷

আরও পড়ুন: আজই শেষ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স, আগের থেকে অনেকটাই ভালো বুদ্ধদেব

পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে ৷ তাঁর জন্য চিকিৎসক কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে । ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পাণ্ডা, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সুস্মিতা দেবনাথ, ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট সরোজ মণ্ডল, ইন্টারনাল মেডিসিন এবং পালমোনোলজিস্ট অঙ্কন বন্দ্যোপাধ্যায়, ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ধ্রুব ভট্টাচার্য, অ্যানাস্থেসিওলজিস্ট আশিস পাত্র, জেনারেল ফিজিশিয়ান সপ্তর্ষি বসু এবং সোমনাথ মাইতি। কিছু ঠিক থাকলে আগামীকালের বোর্ড মিটিংয়ে কবে বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছাড়া হবে, তার দিনক্ষণ স্থির করা হবে।

ABOUT THE AUTHOR

...view details