কলকাতা, 7 সেপ্টেম্বর: এবার রাজভবনের সামনে প্রতিবাদে সামিল হচ্ছেন প্রাক্তন উপাচার্যরা। শুক্রবার রাজভবনের সামনে সকাল 11টায় প্রতিবাদ বিক্ষোভ করবেন রাজ্যের প্রাক্তন উপাচার্যরা। জানা গিয়েছে, রাজভবনের উত্তর গেটের সামনে প্রতিবাদ দেখাবেন রাজ্যের প্রাক্তন উপাচার্যরা ৷ 'দ্য এডুকেশনিস্ট'স ফোরাম'-এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে নিজেদের অবস্থানের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাঁরা।
Former VCs Protest Against Governor: রাজভবনের সামনে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হচ্ছেন প্রাক্তন উপাচার্যরা
রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরাও সেই প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেবেন বলেও জানা গিয়েছে। জারি করা বিজ্ঞপ্তিতে উপাচার্যদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রক্রিয়া নিয়ে সরাসরি মিথ্যা কথা বলছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তারই প্রতিবাদ স্বরূপ এই ধরনা, বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন প্রাক্তন উপাচার্যরা।
Published : Sep 7, 2023, 7:48 PM IST
রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরাও সেই প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেবেন বলেও জানা গিয়েছে। জারি করা বিজ্ঞপ্তিতে উপাচার্যদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রক্রিয়া নিয়ে সরাসরি মিথ্যা কথা বলছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই মিথ্যা ভরা ভিডিয়ো বৃহস্পতিবার রাজভবনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আর তারই প্রতিবাদ স্বরূপ এই ধরনা, বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন প্রাক্তন উপাচার্যরা।
বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, "প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব একটা আইন আছে। সেই মতো আচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান আচার্য সেই আইনের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। বর্তমানে রাজ্যের 31টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। উনি কিছু মানুষকে যারা এখনও এই পদের যোগ্য নয়, তাদেরকে উপাচার্যের দায়িত্ব দিয়েছেন। কিন্তু এটা কোন ধারায় আছে সেটা আমরা জানি না। উচ্চশিক্ষায় খামখেয়ালিপনা চলছে। যখন তখন কাউকে দায়িত্ব দিয়ে আবার সেই দায়িত্ব পরমুহূর্তেই তুলে নেওয়া হচ্ছে। মনে রাখতে হবে রাজ্যপালকে কোর্টে না নিয়ে গেলেও আচার্যকে ফৌজদারির মামলায় যুক্ত করা যায়।"
আরও পড়ুন: এবার কি মন্ত্রিসভার রদবদল নিয়েও অসহযোগিতা ! তিনদিন ধরে রাজভবনে পড়ে নবান্নের চিঠি
প্রসঙ্গত, এর আগেও এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছে 'দ্য এডুকেশনিস্ট'স ফোরাম'। রাজ্যপালের এহেন পদক্ষেপের জেরে বিভিন্ন কর্মসূচিও নিয়েছিলেন তারা। রাজ্যপাল যেভাবে উপাচার্য নিয়োগ করে চলেছেন তারই বিরুদ্ধাচরণ করতে দেখা গিয়েছিল প্রাক্তন উপাচার্যদের। তবে এবার পথে নেমে প্রতিবাদ করতে চলেছেন তারা। অন্যদিকে, ওই দিনই রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বর্তমানে উচ্চ শিক্ষা দফতরকে ঘিরে যে রাজ্য-রাজ্যপাল সংঘাত দেখা দিয়েছে, তা নিয়ে বেশ কিছু আলোচনা সেই বৈঠকে হতে পারে বলেই জানা যাচ্ছে। রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ৷ প্রত্যেক রেজিস্ট্রার এর জন্য 15 মিনিট করে সময় দেওয়া হয়েছে। তারাও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে পারেন শিক্ষামন্ত্রীর কাছে। তারপর চারটের সময় সাংবাদিক বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।