কলকাতা, 3 ফেব্রুয়ারি:প্রয়াত বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় ৷ রাজনৈতিক মহলে তিনি জলুবাবু নামেই বিশেষ পরিচিত ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর ৷ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে সানিপার্কে বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান আইনজীবী তথা রাজনৈতিক নেতা ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে বঙ্গবিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ৷ প্রয়াণের পর কলকাতা হাইকোর্টে মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে ৷ গুরুত্বপূর্ণ জরুরিভিত্তিক মামলার শুনানি চলছে ৷
শুভেন্দু লিখেছেন, "বিজেপির প্রাক্তন সভাপতি শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত ৷ তিনি জুলুবাবু নামেই পরিচিত ৷ অটল বিহারি বাজপেয়ি সরকারের আমলে তিনি সাংসদ ও মন্ত্রীর পদে আসীন ছিলেন ৷ তাঁর আত্মা শান্তি পাক ৷ ওম শান্তি ৷" প্রসঙ্গত, তিনি কৃষ্ণনগরের সাংসদ ছিলেন ৷
1932 সালে ব্রিটিশ শাসনাধীন বাংলাদেশের সিলেট (অধুনা অসমে) জন্মগ্রহণ করেন সত্যব্রত মুখোপাধ্যায় ৷ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে তিনি আইন নিয়ে আগ্রহী বিষয়ে ওঠেন ৷ লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ভারতে ফেরেন ৷ পরবর্তীকালে দেশের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হন সুব্রত মুখোপাধ্যায় ৷
1999 সালে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন ৷ সেই সময় কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্ব সরকার গড়ে বিজেপি ৷ বাজপেয়ীর মন্ত্রিসভায় প্রথমে রসায়ন ও সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন (200 সালের সেপ্টেম্বর থেকে 2002 সালের জুন মাস পর্যন্ত) ৷ পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রকে মন্ত্রী হিসেবে নিযুক্ত হন (2002 সালের জুলাই মাস থেকে 2003 সালের অক্টোবর পর্যন্ত) সত্যব্রত ওরফে জুলু মুখোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পান আরও এক বিজেপি নেতা তপন শিকদার । 2008 সাল পর্যন্ত সত্যব্রত মুখোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন ৷
আরও পড়ুন: সিবিআই আদালতকে চ্যালেঞ্জ ! দিল্লিযাত্রা রুখতে কলকাতা হাইকোর্টে কেষ্ট ! শুনানি আজ